0 / 0

কাউকে দেখতে যাওয়ার সময় হাদিয়া নিয়ে যাওয়া

প্রশ্ন: 100232

কিছু কিছু অঞ্চলে একটি প্রথা আছে সেটি হলো কোন নারী যখন অন্য নারীদের সাথে দেখা-সাক্ষাৎ করতে যায় তখন সেই নারী তাদেরকে নগদ অর্থ কিংবা অন্য কোন হাদিয়া দেয়। আবার সেই নারীরা যখন এই নারীকে দেখতে আসে তখন তারাও তাকে নগদ অর্থ কিংবা অন্য কোন হাদিয়া দেয়। উল্লেখ্য, নগদ অর্থ কখনও সমান সমান হয়, কখনও বেশকম হয়। অনুরূপভাবে হাদিয়ার মূল্যও। এর হুকুম কি?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

এতে কোন অসুবিধা নেই।

এটি উপহার শ্রেণীয়। এটি বিনিময় শ্রেণীয় নয়। যখন সেই নারী তাদেরকে কিছু দেন, তারা সেটি গ্রহণ করে ও হস্তান্তর সম্পন্ন হয়ে যায় এরপর বিষয়টি তাদের ইচ্ছাধীন। তারা চাইলে তাকে কিছু দিতে পারে, চাইলে কিছু নাও দিতে পারে। চাইলে তারা এরচেয়ে কম মূল্যের কিছু দিতে পারে কিংবা এরচেয়ে বেশি মূল্যের কিছু দিতে পারে। যেহেতু এর মধ্যে কোন শর্ত নেই। এখানে কোন বিনিময় হচ্ছে না। বরং তাদের প্রত্যেকেই স্ব স্ব ইচ্ছাধীন। তাই এটি জায়েয। এতে কোন অসুবিধা নেই। আল্লাহই সর্বজ্ঞ।

শাই্খ আব্দুল্লাহ্‌ বিন হুমাইদ এর ফতোয়াসমগ্র, পৃষ্ঠা-২২

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android