0 / 0

নামাযে মুক্তাদির কুরআন বহন করা রাসূলের সুন্নাহর (আদর্শের) পরিপন্থী

প্রশ্ন: 10067

প্রশ্ন:  রমজান মাসে তারাবীর নামায পড়া অবস্থায় মুক্তাদি কর্তৃক ইমামের ক্বিরাত অনুসরণ করার জন্য কুরআন শরিফ বহন করার হুকুম কি?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

সমস্তপ্রশংসাআল্লাহরজন্য।

এই উদ্দেশ্যে কুরআনবহন করা রাসূলেরসুন্নাহর(আদর্শের)পরিপন্থী।এর কারণগুলোহলো নিম্নরূপ:

এক: এরদ্বারা মুক্তাদিরদাঁড়ানোঅবস্থায় বামহাতের উপর ডানহাত রাখার আমলছুটে যায়।

দুই:এরফলেমুক্তাদিরঅতিরিক্তনড়াচড়ারপ্রয়োজন হয়, যার কোনপ্রয়োজন নেই। যেমনকুরআন খোলা,বন্ধ করা,বাহুর নিচে কুরআনরাখাইত্যাদি।

তিন:প্রকৃতপক্ষে এইনড়চড়াতেমুসল্লীব্যক্তিব্যস্ত হয়েথাকে।

চার: এর ফলেমুসল্লীর সিজদারস্থানেদৃষ্টি দেয়ারআমল ছুটে যায়এবং অধিকাংশ আলেমের মতে,সিজদা করারস্থানেদৃষ্টি দেয়াসুন্নত ও উত্তম।

পাঁচ: যে ব্যক্তিএভাবেনামাযেকুরআনবহন করে সে হয়তভুলেই যায় যে, সে নামাযে রয়েছে;যদি না সে তারমনকে নামাযেমনোনিবেশকরাতে পারে।পক্ষান্তরেসে যদিখুশু (বিনম্রতা) এর সাথেবাম হাতের উপরডান হাত রেখে সিজদারস্থানেরদিকেমাথা নত করে নামায আদায়করে,তবে এপদ্ধতিনামাযেমনোনিবেশ ধরেরাখা এবংসে ইমামেরপেছনে নামাযপড়ছে এই কথামনে রাখার সহজউপায়।

সূত্র

ফাতাওয়াশ শাইখ মুহাম্মাদ ইবনে সালেহ আল উছাইমীন, মাজাল্লাতুদ দাওয়াহ (সংখ্যা ১৭৭১, পৃঃ ৪৫)  

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android