0 / 0
5,232৪/রবিউল আউয়াল/১৪৩৭ , 15/ডিসেম্বর/2015

সুয়ুতি কে?

السؤال: 10383

সুয়ুতি কে? 

الجواب

الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وبعد.

সুয়ুতি: তিনি হাফেয আব্দুর রহমান বিন আল-কামাল আবু বকর বিন মুহাম্মদ বিন সাবেকুদ্দীন বিন আল-ফাখর বিন ওছমান আল-সুয়ুতি। তাঁর উপাধি হচ্ছে- জালালুদ্দিন। তাঁর কুনিয়ত বা উপনাম হচ্ছে- আবুল ফজল। তিনি ৮৪৯ হিঃ সালে জন্মগ্রহণ করেন। তিনি ইয়াতিম ছিলেন। আট বছর বয়সের আগেই তিনি কুরআন শরীফ মুখস্ত করেন। অল্প বয়স থেকেই ইলম অর্জন শুরু করেন। ইলম অর্জনের পথে তিনি বহুবার সফরে বের হন। তিনি শাম, হেজায, ভারত ও পশ্চিমাঞ্চল সফর করেন। নানা বিষয়ে তার রচিত গ্রন্থের সংখ্যা প্রচুর। তিনি তাফসির, হাদিস, ফিকাহ, সিরাত, ইতিহাস ইত্যাদি বিষয়ে গ্রন্থ রচনা করেন। তিনি সংকলন ও গ্রন্থনায় মশগুল থাকতেন। প্রচুর সংকলনের কারণে তাঁর গ্রন্থের মধ্যে সহিহ, দুর্বল ও বানোয়াট, সত্য-মিথ্যা সবকিছু স্থান পেয়েছে। কারো কারো মতে, তাঁর গ্রন্থের সংখ্যা ৬০০ এর কাছাকাছি। তিনি ৯১১ হিঃ সালে মৃত্যুবরণ করেন।

المصدر

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android