যদি আমার স্বামী আমার ভাইকে বলে: “আপনার বোনকে তালাক্ব” এই তালাক্ব কি পতিত হবে?
0 / 0
1,12715/03/2023
যে ব্যক্তি তার শ্যালককে বলেছে: আপনার বোনকে তালাক্ব; এই তালাক্ব কি পতিত হবে?
প্রশ্ন: 103933
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
যদি স্বামী তার শ্যালককে বলে: আপনার বোনকে তালাক্ব এবং তার উদ্দেশ্য হচ্ছে: তার স্ত্রী; এটি এই কথার মত: আমার বউ তালাক্ব বা আমার স্ত্রী তালাক্ব। অতএব, তালাক্ব পতিত হবে। তালাক্ব পতিত হওয়ার জন্য স্ত্রীর সামনে তালাক্ব দেয়া কিংবা স্ত্রীকে শুনিয়ে তালাক্ব দেয়া শর্ত নয়। দেখুন: 31778 নং প্রশ্নোত্তর।
এই কথার মাধ্যমে: এক তালাক্ব পতিত হবে। অতএব, স্বামী ইদ্দতকালীন সময়ের মাধ্যমে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন; যদি এটি প্রথম তালাক্ব বা দ্বিতীয় তালাক্ব হয়।
আল্লাহ্ই সর্বজ্ঞ।
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব
সংশ্লিষ্ট প্রশ্নোত্তরসমূহ