মৃতব্যক্তিকে দাফন করার পর তার জন্য দোয়া করা ও ইস্তিগফার কোন ভাষ্যে হবে?
মৃতব্যক্তিকে দাফন করার পর তার জন্য ক্ষমাপ্রার্থনা করার ভাষ্য
السؤال: 105361
الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وبعد.
মৃতব্যক্তিকে দাফন করার পর তার জন্য দোয়া করা ও ইস্তিগফার করার বর্ণনা সম্বলিত নির্ভরযোগ্য কোন হাদিস আমাদের জানামতে উদ্ধৃত হয়নি। যা উদ্ধৃত হয়েছে সেটা হলো সাধারণভাবে ইস্তিগফার করা এবং অবিচল থাকার জন্য দোয়া করার নির্দেশ। যে কোন ভাষ্যে ইস্তিগফার ও দোয়া করলে এই নির্দেশ পালিত হবে। যেমন এভাবে বলা: اللَّهُمَّ اِغْفِرْ لَهُ وَثَبِّتْهُ عَلَى الْحَقِّ (হে আল্লাহ্! তাকে ক্ষমা করে দিন এবং হক্বের উপর অবিচল রাখুন) কিংবা এ ধরণের অন্য কোন কথা।
আল্লাহই তাওফিকদাতা, আমাদের নবী মুহাম্মদের প্রতি, তাঁর পরিবার-পরিজন ও সাহাবীবর্গের প্রতি আল্লাহ্র রহমত ও শান্তি বর্ষিত হোক।[সমাপ্ত]
শাইখ আব্দুল আযিয বিন বায, শাইখ আব্দুর রাজ্জাক আফিফি, শাইখ আব্দুল্লাহ্ বিন কুয়ূদ।
[ফাতাওয়াল লাজনাদ দায়িমা (৯/৯৪)]
আল্লাহই সর্বজ্ঞ।
المصدر:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব