0 / 0

তার পেটে আলসার হয়েছে এবং চিকিৎসকরা তাকে রোযা না রাখার পরামর্শ দিয়েছেন

প্রশ্ন: 106467

জনৈক ব্যক্তি আট বছর ধরে পেটের আলসারে আক্রান্ত। এখনও তার চিকিৎসা চলমান। রোগ বেড়ে যাওয়ার আশংকা থেকে ডাক্তাররা তাকে রোযা না রাখার পরামর্শ দিয়েছেন। এমতাবস্থায় রোযা না-রাখা কি তার জন্য জায়েয হবে?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

সে ব্যক্তি রোযা না-রাখতে পারেন। যদি তার সুস্থ হওয়ার আশা থাকে; তাহলে তিনি সুস্থ হওয়ার পর রোযাগুলোর কাযা পালন করা তার উপর আবশ্যক হবে। আর যদি এর বিপরীত হয় এবং ঐ রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সে ব্যক্তি রমযানের প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাদ্য খাওয়াবেন।[সমাপ্ত]

[ফাতাওয়াস শাইখ মুহাম্মদ বিন ইব্রাহিম (রহঃ) (৪/১৮০)]

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android