0 / 0

যার রোগ মুক্তির আশা ছিল না কিন্তু আল্লাহ্ তাকে সুস্থ করে দিয়েছেন

প্রশ্ন: 106478

প্রশ্ন:

যে রোগ থেকে স্বভাবতঃ সুস্থতা আশা করা যায় না এমন হৃদরোগের কারণে ডাক্তারেরা জনৈক মহিলাকে রোযা পালন করতে নিষেধ করেছিলেন। তাই তিনি রমজানে রোযা না রেখে প্রতিদিনের রোযার পরিবর্তে একজন মিসকীনকে খাদ্য খাওয়াতেন। এরপর আল্লাহর ইচ্ছায় চিকিৎসা বিজ্ঞানের আরো অগ্রগতি হয়। ফলে তাঁর হার্টে ভাল্বের সার্জারি করা সম্ভব হয় এবং আলহামদুলিল্লাহ্, উক্ত সার্জারি সফল হয়। তবে তিনি বেশ কিছুদিন ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এরপর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয় এবং আল্লাহ্ তাকে গত রমজানে সিয়াম পালনের তাওফিক দেন। এখন তিনি জানতে চাচ্ছেন, যে দিনগুলোতে তিনি রোযা ভঙ্গ করেছিলেন সে ব্যাপারে কি করবেন? তিনি কি সেই দিনগুলোর রোযা কাজা করবেন। তাতে তাঁকে ১৮০ দিন রোযা রাখতে হবে। যা ছয় বছরের রোযার সমান। নাকি তিনি সে সময় রোযার পরিবর্তে যে ফিদিয়া (খাদ্য দান) আদায় করেছিলেন সেটাই তাঁর জন্য যথেষ্ট হবে?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

সমস্তপ্রশংসাআল্লাহরজন্য।

“তিনিরোযা না-রেখেপ্রতিদিনেরপরিবর্তে যেফিদিয়া আদায়করেছিলেন সেটাইতাঁর জন্যযথেষ্ট।সেই মাসগুলোররোযাকাজা করা তাঁরউপর ওয়াজিবনয়।কারণতিনি শরিয়তঅনুমোদিতওজরগ্রস্ত(মাযুর)। সেসময় তাঁর উপরযা ওয়াজিব ছিলতিনি তা পালন করেছেন।

আল্লাহইতাওফিক দাতা।আল্লাহ্আমাদের নবীমুহাম্মাদ, তাঁরপরিবারবর্গ ওসাহাবীগণেরউপর রহমত ও শান্তিবর্ষণ করুন। ” সমাপ্ত

গবেষণাও ফতোয়া বিষয়কস্থায়ীকমিটি। সদস্য:শাইখ আবদুল আযিয ইবনেআব্দুল্লাহ্ইবনে বায, শাইখ আবদুররায্‌যাক্বআফীফী, শাইখআব্দুল্লাহ্ ইবনে গুদাইয়্যান ও শাইখআবদুল্লাহ্ইবনে ক্বু‘ঊদ।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android