0 / 0

“রোজাদারের ঘুম হল ইবাদত” শীর্ষক হাদিসটি যয়ীফ বা দুর্বল

প্রশ্ন: 106528

প্রশ্ন: আমি একজন আলোচককে “রোজাদারের ঘুম ইবাদত” এই শীর্ষক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি হাদিস বলতে শুনেছি। এই হাদিসটি কি সহীহ?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

সমস্ত প্রশংসা আল্লাহরজন্য। এই হাদিসটিসহীহনয়। এটিনবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম হতেসাব্যস্তহয়নি। ইমাম বাইহাকী তাঁর ‘শুআবুল ঈমান’ (৩/১৪৩৭) গ্রন্থে‘আব্দুল্লাহ ইবনে আবু আওফারাদিয়াল্লাহুআনহু থেকেবর্ণনা করেন যে নবীসাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামবলেছেন:

عنعبداللهبنأبيأوفىرضياللهعنهأنالنبيصلىاللهعليهوسلمقال : (نومالصائمعبادة،وصمتهتسبيح،ودعاؤهمستجاب،وعملهمضاعف )

“রোজাদারের ঘুম হলইবাদত। তার নিরবতা অবলম্বন হল- তাসবীহ। আর তার দোয়া হল কবুলযোগ্য এবং তার আমলের সওয়াববহুগুণ বেশি।”

ইমাম বাইহাকীএই হাদিসটির সনদকে “যয়ীফ”(দুর্বল)আখ্যায়িতকরেছেন।তিনিবলেন: মারূফইবনেহাসসান (সনদের রাবীদেরএকজন): যয়ীফ (দুর্বল)এবংসুলাইমানইবনে আমরআন-নাখাঈতারচেয়েওযয়ীফ (দুর্বল)।

ইরাকী তাঁর‘তাখরীজইহইয়া উলুমুদদ্বীন’ (১/৩১০) নামক গ্রন্থে বলেন: সুলাইমানআন-নাখাঈমিথ্যাবাদীদেরএকজন।

মুনাউয়ী তাঁর ‘ফাইজুলকাদির’ (৯২৯৩) নামক গ্রন্থেতাকেযয়ীফ (দুর্বল)আখ্যায়িতকরেছেন।আলবানী‘সিলসিলাতুলআহাদিসআদ যায়িফা’ (৪৬৯৬) গ্রন্থে তাকেউল্লেখকরেছেনএবংবলেছেন: “সেযয়ীফ (দুর্বল)”।

তাইসাধারণ মুসলমানদের দায়িত্ব হলো খতিবওওয়াজের-বক্তাদেরবক্তব্যতাদের নিকট থেকে নিশ্চিতহওয়া।এতে করে তারা কোন উক্তিকেরাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামএর সাথে সম্পৃক্ত করার আগে নিশ্চিতভাবেজেনেনিবেন। কারণ যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেননি তাতাঁরউপরআরোপকরাজায়েযনয়।রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন:

قال صلى الله عليه وسلم : (إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ ، مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ)
رواه البخاري (1391) ورواه مسلم في مقدمة صحيحه (4) .

“নিশ্চয়আমার নামে মিথ্যা বলা অন্য কারো নামে মিথ্যা বলার মত নয়। যে ব্যক্তিইচ্ছাকৃতভাবে আমার নামেমিথ্যা বলে সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়।”[সহীহ বুখারী (১৩৯১) ও সহীহ মুসলিমের ভূমিকায় (৪)]

আল্লাহই সবচেয়ে ভাল জানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android