0 / 0
7,405২৯/জ্বিলকদ/১৪৩৯ , 11/আগস্ট/2018

ইহরামকারী ব্যক্তির জন্য গোসল করা ও ইহরামের কাপড় পরিবর্তন করা কি জায়েয আছে?

প্রশ্ন: 106563

পরিস্কার-পরিচ্ছন্ন হওয়ার উদ্দেশ্যে মুহরিম ব্যক্তির জন্যে গোসল করা কি জায়েয আছে? মুহরিমের জন্যে ইহরামের কাপড় পরিবর্তন করা কি জায়েয আছে?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

মুহরিমের জন্য পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্দেশ্য গোসল করা জায়েয আছে। কেননা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে, তিনি ইহরাম অবস্থায় গোসল করেছেন। অনুরূপভাবে ইহরামের কাপড় পরিবর্তন করে অন্য অতিরিক্ত পরিস্কার বা নতুন কোন কাপড় পরিধান করা জায়েয। অনুরূপভাবে মুহরিমের জন্যে এসি বা আরামদায়ক অন্য কোন জিনিস ব্যবহার করার জায়েয।[সমাপ্ত]

[মাজমুউ ফাতাওয়া বিন উছাইমীন (২২/১৪৪)

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android