আমি একজন অসুস্থ রোগী। আমি উমরা করতে গিয়েছি। তিন চক্কর তাওয়াফ করার পর আমার মাথাঘোরা শুরু হয়েছে। এখন আমার উপর কী করা আবশ্যকীয়?
0 / 0
1,85928/09/2020
তাওয়াফ সম্পূর্ণ করার আগে যার অসুস্থ লাগছে তার হুকুম
سوال: 109222
جواب کا متن
اللہ کی حمد، اور رسول اللہ اور ان کے پریوار پر سلام اور برکت ہو۔
“আপনার উচিত বিশ্রাম নিয়ে তাওয়াফ সম্পূর্ণ করা। যদি দীর্ঘ সময় কেটে যায় তাহলে শুরু থেকে পুনরায় তাওয়াফ করবেন। আর যদি সহজে ও দ্রুত মাথাঘোরা দূর হয়ে যায় তাহলে বাকী তাওয়াফ সম্পূর্ণ করবেন এবং এটাই যথেষ্ট। আলহামদু লিল্লাহ।”[সমাপ্ত]
ফাদিলাতুস শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)
[মাজমুউ ফাতাওয়া বিন বায (১৭/৪৩৫, ৪৩৬)]
ماخذ:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব