প্রশ্ন: ব্যবসায়ে বড় ধরনের লোকসান হয়ে যাওয়ার কারণে আমার স্বামী কিছু ব্যাংকের নিকট ও কিছু আত্মীয়স্বজনের নিকট বড় অংকের অর্থ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এ ঋণ পরিশোধ করতে আমাদের কয়েক বছর লেগে যেতে পারে। এমতাবস্থায় আমরা হজ্জ বা উমরা পালন করতে যাওয়া জায়েয হবে কি?
সমস্ত প্রশংসাআল্লাহ তাআলারজন্য।
হজ্জ ফরজ হওয়ারঅন্যতম শর্ত হচ্ছে-সামর্থ্য থাকা।সামর্থ্যের একটিদিক হচ্ছে- আর্থিকভাবেসামর্থ্যবান হওয়া।সুতরাং যে ব্যক্তিরঋণ রয়েছে এবং ঋণ-প্রদানকারীগণতাদের অর্থ পরিশোধকরার আগে তাকেহজ্জে যেতে বাধাদেন তাহলে সে ব্যক্তিহজ্জ করবে না।কারণ সে সামর্থ্যবাননয়। আর যদি তারাঋণ পরিশোধ করারজন্য ঐভাবে পীড়াপীড়িনা করে, বরং সহনশীলতারদৃষ্টিতে দেখেতাহলে তিনি হজ্জকরতে পারেন এবংতার হজ্জ সহীহহবে। অনুরূপভাবেঋণ পরিশোধের যদিসুনির্দিষ্ট কোনসময়সীমা না থাকেসে ক্ষেত্রেও হজ্জআদায় করা জায়েযহবে এবং যখনই তারসুযোগ হয় তখনইতিনি ঋণের অর্থপরিশোধ করে দিবেন।হতে পারে হজ্জতার জন্য ঋণ পরিশোধকরার মত কোন কল্যাণনিয়ে আসবে।
আল্লাহই ভাল জানেন।