প্রশ্ন: বিভিন্ন দল ও গ্রুপের মধ্যে যে মতভেদ বিরাজমান সেক্ষেত্রে একজন মুসলিমের অবস্থান কি হবে?
বিভিন্ন দল ও গ্রুপের মতভেদের ক্ষেত্রে একজন মুসলিমের অবস্থান
প্রশ্ন: 118109
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
আলহামদুলিল্লাহ।
“মুসলিমেরকর্তব্যহচ্ছে-কুরআন-সুন্নাহযা প্রমাণ করেসে সত্যেরঅনুসরণ করা। এসত্যের ভিত্তিতেমিত্রতা ওশত্রুতানির্ধারণকরা। প্রত্যেকদল ওমতাবলম্বী যারাএ সত্যেরবিরোধিতা করেতাদের কর্মথেকে নিজেরমুক্ততাঘোষণা করাফরজ। আল্লাহরদ্বীনঅভিন্ন। সেটা সরলপথ। এর মানেহল- ‘এক আল্লাহরইবাদত করা ও তাঁররাসূলমুহাম্মদসাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লামেরঅনুসরণ করা।
মুসলমানেরউপর ফরজ এসত্যেরঅনুসরণ করা;এর উপর অটলথাকা। অর্থাৎ-আল্লাহরআনুগত্য করা,তাঁর নবী যেশরিয়ত তথাআইন-কানুননিয়ে এসেছেনসেগুলো মেনেচলা, এক্ষেত্রেআল্লাহরপ্রতি মুখলিস(একনিষ্ঠ) হওয়া,কোন ধরনেরইবাদত আল্লাহছাড়া অন্যকারো জন্যপালন না করা।যে মতবাদ এরবিপরীত কিছুকরে কিংবা যেদল এআকিদা-বিশ্বাসধারণ করে নাসে মতবাদথেকে, সে দলথেকে দূরেথাকা, তা থেকে সম্পর্কচ্ছেদকরা ফরজ। বরংকোমলতা ওউপযুক্তপদ্ধতিতেদলিল-প্রমাণউল্লেখ করে সেদলেরসদস্যদেরকে দাওয়াতদেয়া, তাদেরকাছে সত্যকেতুলে ধরাদায়িত্ব।”।[সমাপ্ত]
আল্লাহইভাল জানেন।
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব