প্রশ্ন: কোন আত্মীয় বা বন্ধুর মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য সফর করার বিধান কি, দাফনের আগে সমবেদনা জানানো কি জায়েয?
আলহামদুলিল্লাহ।
কোনআত্মীয় বাবন্ধুরমৃত্যুতেসমবেদনা জানানোরজন্য সফর করতেকোন বাধা আছেবলে আমরা জানিনা। কারণ এতেরয়েছেসহমর্মিতা,বিপদের সময়তাদের দুঃখলাঘব করা,তাদেরকে সান্তনাদেয়া। দাফনেরআগে কিংবা পরেসমবেদনা জানাতেকোন বাধা নেই।বিপদের পর যততাড়াতাড়ি সমবেদনাজানানো যাইততই ভাল; কারণএতে তাদের দুঃখলাঘবে বেশিভূমিকা রাখাযায়। আল্লাহইতাওফিকদাতা।[সমাপ্ত]
শাইখআব্দুল আযিযবিন বায (রহঃ)