0 / 0

কৃত্রিম নখসহ ওযু করা ও নামায পড়া

سوال: 120850

শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে নখ ভেঙ্গে যাওয়ায় স্থায়ীভাবে প্রতিস্থাপনকৃত কৃত্রিম নখ নিয়ে নামায পড়া ও ইবাদত করা কি জায়েয?

جواب کا متن

اللہ کی حمد، اور رسول اللہ اور ان کے پریوار پر سلام اور برکت ہو۔

শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে প্রাকৃতিক নখ ভেঙ্গে যাওয়ায় স্থায়ীভাবে নখ প্রতিস্থাপনে কোন আপত্তি নেই।

পক্ষান্তরে সৌন্দর্যবর্ধন ও রূপচর্চা হিসেবে করলে 

এ ধরণের নখ নিয়ে নামায পড়তে কোন আপত্তি নেই; তবে শর্ত হলো ওযু ও গোসল করার সময় সেটি খুলে ফেলতে হবে; যাতে করে নখের নীচে পানি পৌঁছে।

স্থায়ী কমিটির ফতোয়াতে (৫/২১৮) এসেছে:

“যদি নখের ওপর পলিসের স্তর থাকে; তাহলে ওযু করার আগে পলিস অপসারণ করা ছাড়া ওযু হবে না। আর যদি মেহেদীর মত কোন স্তর না থাকে তাহলে ওযু হয়ে যাবে।”[সমাপ্ত]

যদি নেইল পলিসের ক্ষেত্রে এ কথা হয় তাহলে কৃত্রিম নখের ব্যাপারে এটি আরও অধিক প্রযোজ্য।

আল্লাহই সর্বজ্ঞ।

ماخذ

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android