0 / 0
1,408১/রমজান/১৪৪৪ , 23/মার্চ/2023

যে ব্যক্তির ডিউটি টাইম তারাবীর নামাযের সাথে সাংঘর্ষিক; সে কী করবে?

Question: 12208

ইমাম তারাবীর নামায শেষ করার আগে আমার ডিউটির টাইম হয়ে যায়। আমার কাজে যাওয়া প্রয়োজন। এমতাব্স্থায় আমি কী করব?

Texte de la réponse

Louanges à Allah et paix et bénédictions sur le Messager d'Allah et sa famille.

আপনি ইমামের সাথে যতটুকু পারেন জামাতের সাথে নামায পড়ুন। আপনি দুই রাকাত, চার রাকাত বা ছয় রাকাত পড়ে কাজে চলে যেতে বাধা নেই। এরপর বাসায় ফিরে বাকী নামায পড়বেন এবং সবশেষে বিতিরের নামায পড়বেন।

আর যদি অন্য কোন মসজিদ পান যেখানে তারা আগে নামায পড়ে এবং আপনি তাদের সাথে পূর্ণাঙ্গ নামায পড়ে কাজে যেতে পারেন; তাহলে সেটা ভালো। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যে ব্যক্তি ইমাম নামায শেষ করা পর্যন্ত ইমামের সাথে কিয়ামুল লাইল আদায় করবে তার জন্য গোটা রাত কিয়ামুল লাইল আদায় করার সওয়াব লেখা হবে[সুনানে তিরমিযি (৮০৬), আলবানী সহিহুত তিরমিযি গ্রন্থে হাদিসটিকে সহিহ বলেছেন]

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

Source

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android