নাকের ইনহেলার ব্যবহার করার হুকুম কী?
0 / 0
2,84306/05/2020
রোযাদারের জন্য নাকের ইনহেলার ব্যবহার করার হুকুম
প্রশ্ন: 124202
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
"জরুরী অবস্থায় সেটা ব্যবহার করতে কোন অসুবিধা নাই। আর যদি রাত পর্যন্ত দেরী করা সম্ভব হয়; তাহলে সেটা করা সতর্কতাপূর্ণ।"[সমাপ্ত]
মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)
মাজমুউ ফাতাওয়াস শাইখ বিন বায (১৫/২৬৪)
ইসলামী ফিকাহ একাডেমী-এর সিদ্ধান্তে এসেছে:
"নিম্নোক্ত বিষয়গুলো রোযা ভঙ্গকারী হিসেবে গণ্য হবে না…চোখের ড্রপ, নাকের ড্রপ, কানের ক্লিনার, নাকের ড্রপ, নাকের ইনহেলার; যদি এ ঔষুধগুলোর কিংদাংশ গলার ভেতরে চলে যায় তাহলে যেন গিলে না ফেলে।"[একাডেমীর ম্যাগাজিন (১০/২/৪৫৪ থেকে সমাপ্ত]
আল্লাহ্ই সর্বজ্ঞ।
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব