প্রশ্ন: আমি এমন একটি পাকস্থলির রোগে আক্রান্ত যে, আমার মুখে তরল পদার্থ জমলে পাকস্থলি থেকে খাদ্য বেরিয়ে আসে। রমযান মাসে আমার এমনটি ঘটেছে। আমাকে কি রোযার কাযা পালন করতে হবে?
0 / 0
3,87612/06/2017
রোযা থাকা অবস্থায় পাকস্থলির খাদ্য মুখে চলে আসলে করণীয়
প্রশ্ন: 129752
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
আলহামদুলিল্লাহ।
যদিরোযাদারেরপাকস্থলিথেকে কোন কিছুমুখে চলে আসেতাহলেরোযাদারেরকর্তব্যহচ্ছে সেটা থুদিয়ে ফেলেদেয়া। যদিরোযাদারইচ্ছাকৃতভাবেসেটা গিলেফেলে তাহলেরোযা বাতিলহয়ে যাবে। আরযদি অনিচ্ছাকৃতভাবেগিলে ফেলেতাহলে তার উপরকোন কিছুবর্তাবে না।আল্লাহ্ইউত্তম তাওফিকদাতা।আমাদের নবীমুহাম্মদ,তাঁর পরিবার-পরিজনও তাঁরসাহাবীবর্গেরউপর আল্লাহ্ররহমত বর্ষিতহোক।[সমাপ্ত]
ফতোয়া ওগবেষণা বিষয়কস্থায়ী কমিটি
শাইখ আব্দুলআযিয বিন বায,শাইখ আব্দুলআযিয আলেশাইখ, শাইখআব্দুল্লাহ্গুদইয়ান, শাইখবাকর আবু যাইদ
সূত্র:
[ফাতাওয়াল লাজনা আদ-দায়িমা, আল-মাজমুআ আল-ছানিয়া (৯/২১১)]