0 / 0

রোযা রেখে পাইলস-এর অসুখের তেল বা মলম ব্যবহার করতে কোন অসুবিধা নাই

প্রশ্ন: 129935

পাইলস এর রোগের তেল বা মলম ব্যবহার করলে কি রোযা ভেঙ্গে যাবে এবং কাযা পালন করা আবশ্যক হবে; চাই সেটা অভ্যন্তরীণ ব্যবহার হোক কিংবা বহিঃ অংশে ব্যবহার হোক?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

পাইলসের মলম বা তেল ব্যবহার করাতে রোযার উপর কোন প্রভাব পড়বে না।

আল্লাহ্‌ই তাওফিকদাতা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।

গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি।

শাইখ আব্দুল আযিয বিন বায, শাইখ আব্দুল আযিয আলে শাইখ, শাইখ আব্দুল্লাহ্‌ বিন গাদইয়ান, শাইখ সালেহ আল-ফাওযান, শাইখ বকর আবু যায়েদ।

ফাতাওয়াল লাজনাদ দায়িমা- আল-মাজমুআ আস্‌-ছানিয়া (৯/২১১)

সূত্র

ফাতাওয়াল লাজনাদ দায়িমা- আল-মাজমুআ আস্‌-ছানিয়া (৯/২১১)

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android