0 / 0

তারা দু’জন শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এরপর স্ত্রী দুই বছরের জন্য দূরবর্তী একদেশে সফরে যাবেন

প্রশ্ন: 131865

প্রশ্ন: কোন নারীর জন্যে কি ভিনদেশী পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েয হবে; এরপর স্ত্রী দুই বছরের জন্য নিজের দেশে ফিরে আসবেন যাতে কাগজপত্র ঠিক করে তার স্বামীকে নিয়ে আসতে পারেন এবং স্বামী সে দেশে থাকতে পারে।

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

একদেশের নারীরসাথে অন্যদেশেরপুরুষের বিয়েহওয়াতে শরিয়তেকোন বাধা নেই।এ বিষয়ে জানতে130596নংপ্রশ্নোত্তরটিদেখুন।

তবে কোনস্ত্রীরজন্যে তারস্বামীর দেশছেড়ে দুই বছরঅনুপস্থিতথাকারক্ষেত্রে: স্বামী-স্ত্রীকিসের উপরএকমত হয়েছেন ওসম্মত হয়েছেনসেটা দেখাইহচ্ছে- মূলবিধান। কারণস্বামীরঅধিকার হচ্ছে-সে যেখানেথাকেস্ত্রীকেসেখানেইরাখবে। যদিস্বামী এঅনুপস্থিতিকেমেনে নেয়তাহলে কোনআপত্তি নেই।

আমরাআপনাকেপরামর্শ দিবস্বামী যদিরাজিও হয় এদীর্ঘ সময়আপনি স্বামীথেকে দূরেথাকবেন না।কারণ এর অনেকক্ষতিকর দিকরয়েছে এবং একারণে নানাসমস্যা সৃষ্টিহয়; যেসমস্যাগুলোঅনেক সময়বিয়ের আগেদেখা দেয় না।

শাইখবিন বায (রহঃ)স্বামী-স্ত্রীপরস্পর দূরেথাকারক্ষতিকর দিকউল্লেখ করতেগিয়ে বলেন: এ দীর্ঘসময়েরদূরত্ব আপনারজন্য ও তারজন্যক্ষতিকর।আপনার উচিতফাঁকে ফাঁকেস্ত্রীর কাছেযাওয়া ও কিছুসময় তার কাছেথাকা। প্রতি ৩মাস বা ৪ মাসপর, বেশিরচেয়ে বেশি ৬মাস পরস্ত্রীর কাছেযাওয়া উচিত;এরপর আপনারচাকুরীস্থলেফিরে আসবেন।যত কম সময়দূরে থাকা যায়তত ভাল। কারণএটি মারাত্মকক্ষতিকর ওঅকল্যাণকর। এযুগে ফিতনাফাসাদ নানারকমের, নানাধরনের। তাইস্বামীর উচিতএ বিষয়গুলোমাথায় রাখা।স্বামীর উচিতনিজের চরিত্র ওতার স্ত্রীরচরিত্রনিষ্কলুষরাখার ব্যাপারেসচেষ্ট থাকাএবং ফিতনারযাবতীয়উপসর্গ থেকেদূরে থাকা।[বিনবাযেরফতোয়াসমগ্রথেকে সমাপ্ত(২১/২৩৪)]

আল্লাহইভাল জানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android