0 / 0

নবজাতকের আগমনে মিষ্টি বিতরণের হুকুম

প্রশ্ন: 134163

যাদের ঘরে কোন নবজাতকের আগমন ঘটেছে তারা মিষ্টি বিতরণ করা কি কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ হবে?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

নবজাতকের আগমনে আনন্দ ও খুশি প্রকাশ করা, মিষ্টি ও এ জাতীয় কিছু বিতরণ করায় কোন আপত্তি নেই। এটি প্রাচীনকাল থেকে মুসলমান ও অন্যদের মধ্যে বিদ্যমান একটি প্রথা। তাই এটি কাফেরদের সাথে সাদৃশ্য হিসেবে গণ্য হবে না। যেহেতু এটি তাদের বিশেষত্ব নয়।

শাইখ ইবনে উছাইমীন (রহঃ) কে জিজ্ঞেস করা হয়েছিল:

এক নারী তাঁকে জিজ্ঞেস করেছিল যে, তাদের একটি প্রথা হচ্ছে তাদের কোন সন্তান জন্ম নিলে, সে সন্তান যখন হাঁটা শুরু করে তখন এ উপলক্ষ্যে এটি অনুষ্ঠান করা হয় এবং এতে প্রতিবেশীদেরকে দাওয়াত দেয়া হয়। এটাকে একটি স্পেশাল উপলক্ষ হিসেবে গণ্য করা হয়। এই অনুষ্ঠানে নবজাতকের মা তার মাথার উপর চকলেট ছিটিয়ে দেন— আশাবাদ থেকে এবং আনন্দ ও খুশি প্রকাশার্থে। এই অনুষ্ঠান করার হুকুম কী এবং মাদ্রাসাতে ছেলের সফলতায় এ রকম অনুষ্ঠান করার হুকুম কী?

তিনি জবাব দেন:

যে উপলক্ষগুলো খুশির সেগুলোতে খুশি হতে কোন বাধা নেই এবং সাধ্যমত সেটি করা যেতে পারে; তবে শর্ত হলো যাতে করে কোন হারাম কাজ বা কোন বিশ্বাস এতে না থাকে। কেননা এ ধরণের বিষয়গুলো মানুষের ফিতরতগত। এ ধরণের উপলক্ষগুলোতে প্রত্যেক মানুষ খুশি হয়ে থাকে। এতে আমি কোন বাধা দেখি না।[আল-ফাতাওয়া আছ-ছুলাছিয়্যাহ থেকে সমাপ্ত]

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android