প্রশ্ন: মরক্কোর অধিবাসীদের মধ্যে শিশুর খতনা উপলক্ষে অনুষ্ঠান করার প্রথা চালু আছে। এই অনুষ্ঠান করা কি সুন্নত; না বিদআত?
শিশুর খতনা বা মুসলমানি উপলক্ষে অনুষ্ঠান করার হুকুম
প্রশ্ন: 203192
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
সমস্তপ্রশংসাআল্লাহরজন্য।আনন্দ-উচ্ছ্বাসপ্রকাশ ও আল্লাহরনেয়ামত ওঅনুগ্রহেরকৃতজ্ঞতাস্বরূপনবজাতকেরখতনা উপলক্ষে ওলিমা বাভোজঅনুষ্ঠানের আয়োজনকরতে দোষের কিছু নেই। ইবনেকুদামা (রহঃ)মুগনিগ্রন্থে(৭/২৮৬) বলেন:
খতনা উপলক্ষেদাওয়াত করাএবং বিয়ে ছাড়াওযে কোন উপলক্ষেখাওয়ার দাওয়াতকরামুস্তাহাব।যেহেতু এরমাধ্যমেখাদ্য খাওয়ানোরনেক আমলঅর্জিত হয়। এধরনের দাওয়াতগ্রহণ করাওমুস্তাহাব;তবে ওয়াজিবনয়। এটি ইমামমালেক,শাফেয়ি, আবুহানিফা ও তাঁরছাত্রদেরঅভিমত।
যে কোনদাওয়াতকারীরদাওয়াত গ্রহণকরা মুস্তাহাব।যেহেতুদাওয়াত গ্রহণকরলেদাওয়াতকারীর কাছে ভাললাগে, তার মন প্রশান্তহয়। ইমাম আহমাদকেএকবার খতনার অনুষ্ঠানেদাওয়াত করাহলে তিনিদাওয়াত গ্রহণকরেন এবং খাবারখান। তবে এধরনের দাওয়াতখাওয়ানোরবিশেষ কোনফজিলত নেই।যেহেতু এব্যাপারেবিশেষ কোনশরয়ি দলিলউদ্ধৃত হয়নি।কোন কারণ ছাড়াদাওয়াতখাওয়ানোর সাধারণযে মর্যাদা এআয়োজনেরও সেমর্যাদা। যদিদাওয়াতকারীএর মাধ্যমেআল্লাহর নেয়ামতেরকৃতজ্ঞতাপ্রকাশ ওমুসলমানভাইদের খাবারখাওয়ানোর আমল পালনেরউদ্দেশ্য করে,স্বীয় খাদ্যসামগ্রীব্যয় করারনিয়ত করেতাহলে আল্লাহচাহেত তিনি সেসওয়াব পাবেন।সংক্ষেপিত ওসমাপ্তফতোয়াবিষয়ক স্থায়ীকমিটিরআলেমগণ বলেন:
খতনা উপলক্ষেআনন্দ ও খুশিপ্রকাশ করা ইসলামিশরিয়তেরদাবী। যেহেতুখতনাইসলামপ্রিয়বিষয়েরঅন্তর্ভুক্ত।আল্লাহ তাআলাবলেছেন: “বল, আল্লাহরঅনুগ্রহ ও রহমতে।সুতরাং এ নিয়েইযেন তারা খুশিহয়। এটি যা তারাসঞ্চয় করে রাখেতা থেকে উত্তম।” [সূরাইউনুছ, আয়াত:৫৮]। নিঃসন্দেহেখতনা আল্লাহররহমত ওঅনুগ্রহের অন্তর্ভুক্ত।অতএব, আল্লাহরকৃতজ্ঞতাস্বরূপএ উপলক্ষে ভোজঅনুষ্ঠানের আয়োজনকরতে কোনআপত্তি নেই।সমাপ্ত [ফাতাওয়াল্লাজনাহ আদ্দায়িমা(ফতোয়া বিষয়কস্থায়ীকমিটিরফতোয়াসমগ্র), খণ্ড-৫;পৃষ্ঠা-১৪২]
আরোজানতে পড়ুনপ্রশ্ন নং (14624)ও প্রশ্ন নং ()। আল্লাহইভাল জানেন।
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব