ডাউনলোড করুন
0 / 0

ইসলাম ও মুসলমান

প্রশ্ন: 20756

প্রশ্ন: ইসলাম ধর্ম ও মুসলমানের ধর্ম এ দুটোর মধ্যে পার্থক্য কী? দুইটা কি একই জিনিস?

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

ইসলাম হচ্ছে–
তাওহিদের
স্বীকৃতি
দিয়ে আল্লাহ্‌র
প্রতি
আত্মসমর্পণ
করা, আল্লাহ্‌র
প্রতি
আনুগত্যের
মাধ্যমে নতি
স্বীকার করা, শিরক

শিরককারীদের
থেকে মুক্ত
থাকা। এটি এমন
এক ধর্ম যা
আল্লাহ্‌ তাঁর
বান্দাদের
জন্য মনোনীত
করেছেন।
“নিশ্চয়
আল্লাহ্‌র
কাছে একমাত্র
মনোনীত ধর্ম
ইসলাম”।[সূরা
আলে-ইমরান,
আয়াত: ১৯]
আল্লাহ্‌ আরও
বলেন: “আর যে
ব্যক্তি ইসলাম
ব্যতীত অন্য
কোন ধর্ম
সন্ধান করবে
কস্মিনকালেও,
সেটা তার কাছ
থেকে গ্রহণ
করা হবে না।
সে ব্যক্তি
আখেরাতে
ক্ষতিগ্রস্তদের
অন্তর্ভুক্ত হবে”।[সূরা
আলেম ইমরান,
আয়াত: ৮৫]

যে ব্যক্তি
ইসলাম গ্রহণ
করে তাকে
মুসলিম (আত্মসমর্পনকারী)
বলা হয়।
যেহেতু সে
ব্যক্তি আল্লাহ্‌
ও তাঁর
রাসূলের পক্ষ
থেকে যেসব
বিধি-বিধান এসেছে
সেগুলোর
প্রতি
আত্মসমর্পণ
করেছে, আনুগত্য
করেছে। আল্লাহ্‌
তাআলা বলেন:
“যে
ব্যক্তি,
যে
নিজেকে বোকা
প্রতিপন্ন
করে সে
ছাড়া
ইব্রাহীমের
ধর্ম থেকে কে
মুখ ফিরিয়ে
নেয়?
নিশ্চয়ই আমি
তাকে
পৃথিবীতে
মনোনীত
করেছি এবং সে
পরকালে
সৎকর্মশীলদের
অন্তর্ভুক্ত”।[সূরা
বাকারা, আয়াত:
১৩০-১৩১]
আল্লাহ্‌
তাআলা আরও
বলেন: “হাঁ,
যে
ব্যক্তি
নিজেকে
আল্লাহর
উদ্দেশ্যে
সমর্পন করেছে (ইসলাম
গ্রহণ করেছে) এবং সে
সৎকর্মশীলও
বটে, তার জন্য তার
পালনকর্তার
কাছে
পুরস্কার
রয়েছে।
তাদের ভয় নেই
এবং তারা চিন্তিতও
হবে না”।[সূরা
বাক্বারা,
আয়াত: ১১২]

আল্লাহ্‌ই
সর্বজ্ঞ।

সূত্র

শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android