ডাউনলোড করুন
0 / 0

কাফেরকে যাকাত দেয়া

প্রশ্ন: 21384

অমুসলিমদেরকে যাকাত দেয়া কি জায়েয?

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

কাফেরদেরকে সম্পদের যাকাত, ফলফলাদির যাকাত বা যাকাতুল ফিতর (ফিতরা) দেয়া নাজায়েয; এমনকি তারা যদি দরিদ্র হয়, মুসারিফ হয় কিংবা ঋণগ্রস্ত হয় তবুও। তাদেরকে যাকাত দিলে যাকাত পরিশোধ হবে না।

গরীব কাফেরকে ওয়াজিব সদকা (যাকাত, মানতের সদকা) থেকে নয়; বরং সাধারণ সদকা থেকে দেয়া যাবে। তাদের মনকে আকৃষ্ট করার জন্য তাদের সাথে উপহার আদান-প্রদান করা যাবে; যদি তাদের পক্ষ থেকে এমন কোন সীমালঙ্ঘন না ঘটে থাকে যা তাদের সাথে এমন আচরণ করার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়। যেহেতু আল্লাহ্‌ তাআলা বলেন: যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তাদের সাথে সদাচার করতে ও তাদের প্রতি ন্যায়-বিচার করতে আল্লাহ্‌ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ্‌ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন।[সূরা মুমতাহিনা, আয়াত: ৮]

আল্লাহই তাওফিকদাতা। আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবার, পরিজন ও সাহাবীবর্গের প্রতি আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।

[স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র (১০/৩০) থেকে সমাপ্ত]

কাফেরদেরকে দেয়ার জন্য যাকাতের একটি খাত আছে। সেটা হলো তাদের মধ্যে যারা (ইসলামের দিকে) মন আকৃষ্ট করার টার্গেটভুক্ত শ্রেণী। এই খাত থেকে দেয়া যাবে তাদেরকে যারা তাদের গোত্রের মধ্যে নেতৃত্বস্থানীয়; যদি যাকাত দিলে তারা ইসলাম গ্রহণ করার আশা থাকে এবং এরপর তাদের অধীনস্থদেরও ইসলাম গ্রহণ করার আশা থাকে।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

সূত্র

শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android
at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android