0 / 0

অক্ষম ও হায়েযগ্রস্ত নারীর বিদায়ী তাওয়াফ করার বিধান

প্রশ্ন: 21645

হায়েয ও নিফাসগ্রস্ত নারী, অক্ষম ও অসুস্থ ব্যক্তির উপরে কি বিদায়ী তাওয়াফ করা অনিবার্য।

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

হায়েযগ্রস্ত ও নিফাসগ্রস্ত নারীর উপর বিদায়ী তাওয়াফ নেই। আর অক্ষম ব্যক্তিকে বহন করে তাওয়াফ করানো হবে। অনুরূপভাবে অসুস্থ ব্যক্তিকেও করানো হবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত বর্হিগমন করবে না যতক্ষণ না তার সর্বশেষ সম্পর্ক হয় বায়তুল্লাহ্‌র সাথে।” এছাড়া সহিহ বুখারী ও সহিহ মুসলিমে ইবনে আব্বাস (রাঃ) থেকে সাব্যস্ত হয়েছে যে, তিনি বলেন: “লোকদেরকে নির্দেশ দেয়া হত তাদের সর্বশেষ কাজ যেন হয় বায়তুল্লাহর সাথে। তবে হায়েযগ্রস্ত নারীর ক্ষেত্রে শিথিল করা হয়েছে।” অপর এক হাদিসে এসেছে, নিফাসগ্রস্ত নারীগণের উপর হায়েযগ্রস্ত নারীগণের ন্যায় বিদায়ী তাওয়াফ নেই্।

সূত্র

ফাতাওয়াল লাজনাহ্‌ (১১/৩০৭)

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android