0 / 0

কেক ও চকলেটের ওপর ‘আল্লাহ্‌’ লেখার হুকুম কি?

প্রশ্ন: 219717

আমি ইনট্রাগ্রামে ব্রাউজ করাকালে গোলাপ ফুল ও চকলেট বিক্রির এমন এক দোকানের পেইজ পেলাম। তারা চকলেটের উপর ‘মাশাআল্লাহ্‌’ ও ‘আল-হামদু লিল্লাহ্‌’ ছাপিয়ে দেয়। আমি (সম্মানজনক ভাষায়) এর বিরোধিতা করলাম। যেহেতু এতে ‘আল্লাহ্‌’ শব্দটির অপমান হয়। কারণ এটি খেয়ে ফেলা হবে। তখন দোকানের স্বত্ত্বাধিকারিনী আমাকে জাবাব দিল: আমি যেন নিজে থেকে ফতোয়া দেয়ার বদলে কোন ফতোয়া নিয়ে আসি। তাই আমি বিষয়টি আপনাদের কাছে পেশ করছি; যদিও আমার ধারণায় কোন বুদ্ধিমান মুসলিম এ বিষয়টি মানতে পারে না।

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আমরা এই প্রশ্নটি আমাদের শাইখ আব্দুর রহমান আল-বার্‌রাক (হাফিযাহুল্লাহ্‌)-এর কাছে পেশ করেছিলাম। তিনি বলেন: খাদ্যের উপর আল্লাহ্‌র নাম লেখা এটি এক ধরণের অপমান। যেহেতু এটি বিনোদনমূলকভাবে করা হয়। যা আল্লাহ্‌ তাআলার নামের যথাযথ মর্যাদার সাথে অসামঞ্জ্যপূর্ণ।

অনুরূপভাবে খাওয়ার জন্য কেকটি কাটার মাধ্যমেও অপমান হয়।

আল্লাহই সর্বজ্ঞ।

সূত্র

শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android