0 / 0

দুগ্ধ সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা কি ফরজ?

প্রশ্ন: 221880

প্রশ্ন: আমার এক দুধ ভাই ছিল; তিনি মারা গেছেন। তার কয়েকজন মেয়ে আছে। ঈদ মৌসুমে কিংবা অন্যান্য উপলক্ষে তাদেরকে দেখতে যাওয়া কি আমার উপর ফরজ; যেমনটি আমি আমার রক্ত সম্পর্কীয় বোন ও বোনের মেয়েদের ক্ষেত্রে করে থাকি।

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

সিলাতুররেহেম বাআত্মীয়তারসম্পর্করক্ষা ও দেখতেযাওয়ারক্ষেত্রেরক্তসম্পর্কের আত্মীয়ও দুগ্ধসম্পর্কীয়আত্মীয় সমপর্যায়ের নয়।দুগ্ধসম্পর্কীয়আত্মীয়দেরসাথে রক্ত সম্পর্কীয়আত্মীয়দের মত সম্পর্করক্ষা করা ওদেখতে যাওয়া ফরজনয়।

শাইখবিন বায (রহঃ)বলেন:আত্মীয়তারক্ষার ক্ষেত্রেদুগ্ধসম্পর্ক রক্তসম্পর্কের মতনয়। রেহেম বাআত্মীয়তারক্ষারবিষয়টি নিকটাত্মীয়দেরসাথেইসম্পৃক্ত।[শাইখবিন বাযেরফতোয়াসমগ্রথেকে সংকলিত(২২/২৮১)]

শাইখইবনে উছাইমীনবলেন: … রক্তসম্পর্কেরআত্মীয়দেরচারটি বিধানদুগ্ধসম্পর্কীয়আত্মীয়দেরজন্যেওসাব্যস্ত হয়।এগুলো ছাড়ারক্তসম্পর্কীয়আত্মীয়দের অন্যবিধানগুলোদুগ্ধসম্পর্কীয়আত্মীয়দেরজন্যেসাব্যস্ত হবেনা। আর্থিকখরচ দেওয়ার হুকুমসাব্যস্ত হবেনা। তাই কোনব্যক্তির উপরতার দুগ্ধজাতমেয়ের খরচচালানোওয়াজিব নয়;যেমনটি তারওয়ারিশজাতমেয়ের খরচচালানোওয়াজিব।মিরাস বাপরিত্যক্তসম্পত্তিরবিধানসাব্যস্ত হবেনা। তাইদুগ্ধজাতমেয়ে তার থেকেমিরাছ পাবে না।দুগ্ধজাতআত্মীয়েরক্ষেত্রেভুলক্রমেসংঘটিত হত্যাকিংবা ভুলেরসাথে সাদৃশ্যপূর্ণহত্যার দিয়তপ্রদানেরবিধানসাব্যস্ত হবেনা। সিলাতুররেহেম বা নিকটাত্মীয়দেরসাথেআত্মীয়তারক্ষার বিধানওদুগ্ধজাতআত্মীয়েরক্ষেত্রেসাব্যস্ত হবেনা। অতএব,রক্তসম্পর্কীয়আত্মীয়দেরসকল বিধানদুগ্ধজাতআত্মীয়দেরক্ষেত্রেপ্রযোজ্য হবেনা। শুধুচারটি বিধানপ্রযোজ্যহবে। সেগুলোহচ্ছে- বিয়ে,পর্দা,নির্জনেসাক্ষাত ওমোহরেম হওয়া।[আশ-শারহুলমুমতি (১৩/৪৪২)থেকে সমাপ্ত]

স্থায়ীকমিটিরফতোয়াসমগ্রতে(২৫/২৭২) এসেছে-

আমারকয়েকজন দুধ-মারয়েছে। অতীতেআমি তাঁদের ব্যাপারেকিছুই করিনি;যেমন- তাদেরকেগিফট দেয়াকিংবা এ জাতীয়কিছু। অতীত ওভবিষ্যতেতাদেরব্যাপারেআমার করণীয়কী?

জবাব:তাদেরব্যাপারেআপনার করণীয়হচ্ছে- তাদেরকেদেখতে যাওয়া,তাদেরকেসালাম করা,তাদের জন্যদুআ করা। যদিআপনি তাদেরকেকিছু গিফট করেনসেটা ভাল। আরযদি কিছু নাদিতে পারেনতাতেও কোনঅসুবিধানেই।[সমাপ্ত]

অতএব,আবশ্যক হওয়ার বিবেচনাথেকে আপনারদুধ ভাতিজিদেরকেদেখতে যাওয়াআপনার উপরওয়াজিব বা আবশ্যকীয়নয়। কিন্তুআপনি যদিতাদেরকেদেখতে যানসেটা ভাল এবংসেজন্যইনশাআল্লাহসওয়াব পাবেন;যেহেতু আপনারমাঝে ও তাদেরপিতার মাঝেভ্রাতৃত্বেরসম্পর্করয়েছে।ইতিপূর্বে 4005 নংফতোয়াতেউল্লেখ করাহয়েছে- যেব্যক্তিরসাথে অন্যব্যক্তিরদুগ্ধগতসম্পর্ক আছেতার সাথে ভালসম্পর্ক রাখামুস্তাহাব।

যেসকল আত্মীয়েরসাথে সম্পর্করক্ষা করা ফরজসে বিষয়ে আরওজানতে 75057 নংফতোয়া দেখুন।

আল্লাহইভাল জানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android