0 / 0
5,60812/রবিউল আউয়াল/1437 , 23/ডিসেম্বর/2015

দুগ্ধ সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা কি ফরজ?

প্রশ্ন: 221880

প্রশ্ন: আমার এক দুধ ভাই ছিল; তিনি মারা গেছেন। তার কয়েকজন মেয়ে আছে। ঈদ মৌসুমে কিংবা অন্যান্য উপলক্ষে তাদেরকে দেখতে যাওয়া কি আমার উপর ফরজ; যেমনটি আমি আমার রক্ত সম্পর্কীয় বোন ও বোনের মেয়েদের ক্ষেত্রে করে থাকি।

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

সিলাতুররেহেম বাআত্মীয়তারসম্পর্করক্ষা ও দেখতেযাওয়ারক্ষেত্রেরক্তসম্পর্কের আত্মীয়ও দুগ্ধসম্পর্কীয়আত্মীয় সমপর্যায়ের নয়।দুগ্ধসম্পর্কীয়আত্মীয়দেরসাথে রক্ত সম্পর্কীয়আত্মীয়দের মত সম্পর্করক্ষা করা ওদেখতে যাওয়া ফরজনয়।

শাইখবিন বায (রহঃ)বলেন:আত্মীয়তারক্ষার ক্ষেত্রেদুগ্ধসম্পর্ক রক্তসম্পর্কের মতনয়। রেহেম বাআত্মীয়তারক্ষারবিষয়টি নিকটাত্মীয়দেরসাথেইসম্পৃক্ত।[শাইখবিন বাযেরফতোয়াসমগ্রথেকে সংকলিত(২২/২৮১)]

শাইখইবনে উছাইমীনবলেন: … রক্তসম্পর্কেরআত্মীয়দেরচারটি বিধানদুগ্ধসম্পর্কীয়আত্মীয়দেরজন্যেওসাব্যস্ত হয়।এগুলো ছাড়ারক্তসম্পর্কীয়আত্মীয়দের অন্যবিধানগুলোদুগ্ধসম্পর্কীয়আত্মীয়দেরজন্যেসাব্যস্ত হবেনা। আর্থিকখরচ দেওয়ার হুকুমসাব্যস্ত হবেনা। তাই কোনব্যক্তির উপরতার দুগ্ধজাতমেয়ের খরচচালানোওয়াজিব নয়;যেমনটি তারওয়ারিশজাতমেয়ের খরচচালানোওয়াজিব।মিরাস বাপরিত্যক্তসম্পত্তিরবিধানসাব্যস্ত হবেনা। তাইদুগ্ধজাতমেয়ে তার থেকেমিরাছ পাবে না।দুগ্ধজাতআত্মীয়েরক্ষেত্রেভুলক্রমেসংঘটিত হত্যাকিংবা ভুলেরসাথে সাদৃশ্যপূর্ণহত্যার দিয়তপ্রদানেরবিধানসাব্যস্ত হবেনা। সিলাতুররেহেম বা নিকটাত্মীয়দেরসাথেআত্মীয়তারক্ষার বিধানওদুগ্ধজাতআত্মীয়েরক্ষেত্রেসাব্যস্ত হবেনা। অতএব,রক্তসম্পর্কীয়আত্মীয়দেরসকল বিধানদুগ্ধজাতআত্মীয়দেরক্ষেত্রেপ্রযোজ্য হবেনা। শুধুচারটি বিধানপ্রযোজ্যহবে। সেগুলোহচ্ছে- বিয়ে,পর্দা,নির্জনেসাক্ষাত ওমোহরেম হওয়া।[আশ-শারহুলমুমতি (১৩/৪৪২)থেকে সমাপ্ত]

স্থায়ীকমিটিরফতোয়াসমগ্রতে(২৫/২৭২) এসেছে-

আমারকয়েকজন দুধ-মারয়েছে। অতীতেআমি তাঁদের ব্যাপারেকিছুই করিনি;যেমন- তাদেরকেগিফট দেয়াকিংবা এ জাতীয়কিছু। অতীত ওভবিষ্যতেতাদেরব্যাপারেআমার করণীয়কী?

জবাব:তাদেরব্যাপারেআপনার করণীয়হচ্ছে- তাদেরকেদেখতে যাওয়া,তাদেরকেসালাম করা,তাদের জন্যদুআ করা। যদিআপনি তাদেরকেকিছু গিফট করেনসেটা ভাল। আরযদি কিছু নাদিতে পারেনতাতেও কোনঅসুবিধানেই।[সমাপ্ত]

অতএব,আবশ্যক হওয়ার বিবেচনাথেকে আপনারদুধ ভাতিজিদেরকেদেখতে যাওয়াআপনার উপরওয়াজিব বা আবশ্যকীয়নয়। কিন্তুআপনি যদিতাদেরকেদেখতে যানসেটা ভাল এবংসেজন্যইনশাআল্লাহসওয়াব পাবেন;যেহেতু আপনারমাঝে ও তাদেরপিতার মাঝেভ্রাতৃত্বেরসম্পর্করয়েছে।ইতিপূর্বে 4005 নংফতোয়াতেউল্লেখ করাহয়েছে- যেব্যক্তিরসাথে অন্যব্যক্তিরদুগ্ধগতসম্পর্ক আছেতার সাথে ভালসম্পর্ক রাখামুস্তাহাব।

যেসকল আত্মীয়েরসাথে সম্পর্করক্ষা করা ফরজসে বিষয়ে আরওজানতে 75057 নংফতোয়া দেখুন।

আল্লাহইভাল জানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android
দুগ্ধ সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা কি ফরজ? - ইসলাম জিজ্ঞাসা ও জবাব