প্রশ্ন: সেহেরি খাওয়ার পর আমি ঘুমিয়ে ছিলাম। এর মধ্যে আমি দুঃস্বপ্ন দেখে চিৎকার করে জেগে উঠি। আমার মা কিছু পানি নিয়ে এলে আমি পানি পান করি। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে, ‘আমি রোজাদার’। এরপর আবার ঘুমালাম। যখন জাগলাম তখন আমি রোজা পূর্ণ করতে চাইলাম। কিন্তু আমার মা বললেন: তুমি যখন পানি পান করেছ তখন তোমার রোজা ভেঙ্গে গেছে এবং তিনি আমাকে রোজা ভাঙ্গালেন। এমতাবস্থায়, এ রোজা ভাঙ্গাটি কি ইচ্ছাকৃত রোজা ভাঙ্গা হিসেবে গণ্য হবে? উল্লেখ্য পরবর্তীতে আমি এ রোজাটি কাযা করেছি। আমি কাফফারার বিষয়ে জানতে চাই। কারণ আমি মেয়ে মানুষ। আমার পিতাই আমার অভিভাবক। আমি বয়সে ছোট। এমতাবস্থায় আমি কি করব?
সমস্ত প্রশংসাআল্লাহরজন্য।
এক:
যদি কোনরোজাদার ভুলেগিয়ে রমজানেরদিনের বেলায়পানাহার করেফেলে তার রোজাশুদ্ধ; তাকেকাযা আদায়করতে হবে না।এ বিষয়ে 50041 নংপ্রশ্নোত্তরটিদেখুন।
তাই তুমি যে,ভুলে গিয়েপানি পান করেছএতে তোমাররোজার কোনক্ষতি হয়নি।উচিত ছিলতোমার রোজাটিপূর্ণ করা।আরযেহেতু তুমিতোমার মায়েরকথা অনুযায়ীরোজা ভেঙ্গেছএবংপরবর্তীতে ঐরোজা কাযাকরেছ- সুতরাংতুমি তোমারদায়িত্ব পালনকরেছ। তোমারউপর কোনকাফফারা নেই।কারণ কাফফারাওয়াজিব হয় কেউরমজানেরদিনের বেলায়স্ত্রী সহবাসকরলে। 38074 নংপ্রশ্নোত্তরটিদেখতে পার।
আল্লাহই ভালজানেন।