0 / 0

উযাইর আলাইহিস সালাম এর ঘটনা?

السؤال: 225414

প্রশ্ন: আমি উযাইর আলাইহিস সালাম এর ঘটনা জানতে চাই। তাঁর ক্ষেত্রে আলাইহিস সালাম বলা কি ঠিক হবে? তিনিই কি সে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা একশ বছরের জন্য মৃত্যু দিয়ে আবার পুনর্জীবিত করেছেন; যেমনটি সূরা বাকারাতে উদ্ধৃত হয়েছে?

الجواب

الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وبعد.

আলহামদুলিল্লাহ।

এক:

‘উযাইর’ বনীইসরাইলেরএকজন নেককারব্যক্তি।তিনি নবী কিনা-তা সাব্যস্তহয়নি। যদিওপ্রসিদ্ধঅভিমত হচ্ছে-তিনি নবী।ইবনে কাছীর ‘বিদায়ানিহায়া’গ্রন্থে(২/২৮৯) এটাইব্যক্তকরেছেন।

সুনানেআবু দাউদগ্রন্থে আবুহুরায়রা (রাঃ)থেকে বর্ণিতহয়েছে যে,তিনি বলেন:রাসূলুল্লাহসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামবলেছেন: “আমিজানি না-তুব্বাকিলানতপ্রাপ্ত;নাকি নয়। আমিজানি না-উযাইর কি নবী;না কি নবী নয়।”[আলবানিহাদিসটিকেসহিহআখ্যায়িতকরেছেন]

শাইখআব্বাদ বলেন:

নবীসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম এ কথাবলেছেন তাদের(তুব্বাসম্প্রদায়)অবস্থা জানারআগে। যেহেতু এমর্মেরেওয়ায়েতএসেছে যে, তুব্বাসম্প্রদায়ইসলাম গ্রহণকরেছে।সুতরাং তারালানতপ্রাপ্তনয়।পক্ষান্তরে,উযাইর নবীকিনা এব্যাপারে কোনরেওয়ায়েতআসেনি।[শরহেআবু দাউদ (২৬/৪৬৮)থেকে সমাপ্ত]

তবেতাঁরক্ষেত্রে ‘আলাইহিসসালাম’ বলতেকোন সমস্যানেই। যেহেতুতিনি নেককারমানুষ ছিলেন।তাঁর ঘটনাকুরআনেএসেছে।আলেমদেরঅনেকে তাঁকেনবী হিসেবেগণ্য করেছেন।

আরওজানতে 152887 নং প্রশ্নোত্তরদেখুন।

দুই:

আল্লাহতাআলা বলেন: “অথবাসে ব্যক্তিরমত, যে এমন একজনপদ অতিক্রম করছিলযা তার ছাদেরউপর থেকেবিধ্বস্তছিল। সে বলল, মৃত্যুরপর কিভাবেআল্লাহ একে পুনর্জীবিতকরবেন? অতঃপরআল্লাহ তাকেএকশ বছর মৃতঅবস্থায়রাখলেন। তারপরতাকেপুনর্জীবিতকরলেন। আল্লাহবললেন, ‘তুমিকতকাল এভাবেছিলে?’ সে বলল,একদিন বাএকদিনেরওকিছু কম সময়। তিনিবললেন, বরংতুমি একশত বছরঅবস্থান করেছ।এবার চেয়ে দেখনিজের খাবার ওপানীয়ের দিকে সেগুলোঅবিকৃত রয়েছেএবং দেখ নিজেরগাধাটিরদিকে। আমিতোমাকে মানুষেরজন্যদৃষ্টান্তবানাতেচেয়েছি। হাড়গুলোরদিকে চেয়ে দেখ,আমি কিভাবেসেগুলোকে সংযুক্তকরি এবং গোশত দ্বারাঢেকে দেই।অতঃপর যখন তারনিকট স্পষ্টহলো তখন সেবলে উঠল- ‘আমিজানি, নিশ্চয়আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান’।[সূরাবাকারা, আয়াত:২৫৯]

প্রসিদ্ধমতানুযায়ী এইব্যক্তিহচ্ছেন- উযাইর।ইবনে জারির ওইবনে আবুহাতিম ইবনেআব্বাস,হাসান,কাতাদা,সুদ্দি ওসুলাইমান বিনবুরাইদা থেকেএ অভিমতটিবর্ণনাকরেছেন। ইবনেকাছির বলেন:এই উক্তিটিপ্রসিদ্ধ।[তাফসিরেইবনে কাছির(১/৬৮৭) থেকেসমাপ্ত]

এসংক্রান্ত মতভেদজানতে দেখুনইবনুল জাওযি(১/২৩৩) এর ‘যাদুলমাসির’।

‘বুখতানাসসার’নামকব্যক্তিউল্লেখিতগ্রামটিকেধ্বংস করেফেলার পর ওগ্রামবাসীকেহত্যা করার পরউযাইর সেগ্রাম দিয়ে-প্রসিদ্ধ মতেসেটি বাইতুলমুকাদ্দাস-অতিক্রম করেযাচ্ছিলেন।তখন সেগ্রামটি ছিলবিরান; তাতেকেউ ছিল না। এগ্রামটিজনবহুল থাকারপর এখন এর যেঅবস্থা তানিয়ে তিনিভাবতে ভাবতেবললেন: “মৃত্যুর(ধ্বংসের) পরকিভাবেআল্লাহ একে পুনর্জীবিতকরবেন?” ধ্বংসও বিরানতারভয়াবহতা এবংপূর্বেরঅবস্থায় ফিরেআসাকে দুরহদেখে তিনি একথাবলেছিলেন।আল্লাহ তাআলাবলেন: “অতঃপরআল্লাহ তাকেএকশ বছর মৃতঅবস্থায়রাখলেন।” এরমধ্যে শহরটিআবারপুনর্জীবিতহয়ে উঠেছে,লোকেলোকারণ্যহয়েছে, বনীইসরাইলগণ এশহরে ফিরেএসেছে। এরপরআল্লাহ যখনতাকেপুনর্জীবিত করলেনতখনসর্বপ্রথমতার চোখদুইটিকেজীবিত করলেনযাতে করে সেআল্লাহর সৃজনক্ষমতাকে দেখতেপায়, কিভাবেআল্লাহ তারদেহকেপুনর্জীবিতকরেন। যখন তারগঠন পূর্ণ হলতখন আল্লাহতাকে বললেন-অর্থাৎফেরেশতারমাধ্যমে- ‘তুমিকতকাল এভাবেছিলে?’ সে বলল,একদিন বাএকদিনেরওকিছু কম সময়। তাফসিরকারগণবলেন: যেহেতুসে মারাগিয়েছিলদিনেরপ্রথমাংশে; আরতাকে পুনর্জীবিতকরা হয়েছেদিনেরশেষাংশে। যখনসে দেখল এখনোসূর্য আছে সেভেবেছে এটি সেদিনেরইসূর্য। তাই সেবলেছে: “একদিনেরওকিছু কম সময়”“তিনি বললেন, বরংতুমি একশত বছরঅবস্থান করেছ।এবার চেয়ে দেখনিজের খাবার ওপানীয়ের দিকে সেগুলোঅবিকৃত রয়েছে”। বর্ণিতআছে তার সাথে আঙ্গুর,ত্বীন ফল ওশরবত ছিল। সেএগুলোকে যেমনরেখে মারাগিয়েছিল ঠিকতেমনি পেল।কোন পরিবর্তনহয়নি। শরবতনষ্ট হয়নি,আঙ্গুর পচেনি,ত্বীন গন্ধহয়নি। “এবংদেখ নিজেরগাধাটির দিকে”। অর্থাৎতাকিয়ে দেখতোমার চোখেরসামনে আল্লাহকিভাবেসেটিকেপুনর্জীবিতকরেন। “আমিতোমাকেমানুষের জন্যদৃষ্টান্তবানাতেচেয়েছি”।অর্থাৎপুনর্জীবিতকরার পক্ষে প্রমাণবানাতে চেয়েছি।“হাড়গুলোরদিকে চেয়ে দেখ, আমি কিভাবেসেগুলোকে সংযুক্তকরি”অর্থাৎ একটিহাড্ডির সাথেঅন্যহাড্ডিটি জুড়েদেই।প্রত্যেকটিহাড্ডিকে স্বস্থানে স্থাপনকরে একটিঘোড়ার কংকালবানান; তাতেকোন গোশত ছিলনা। এরপর এহাড্ডির উপরগোশত, স্নায়ু,রগ ও চামড়াপরিয়ে দেন। এসবকিছুকরেছেন উযাইরএর চোখেরসামনে। এভাবেযখন তার সামনেসবকিছু পরিষ্কারহলো তখন সেবলে উঠল- ‘আমিজানি, নিশ্চয়আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান’।অর্থাৎ এটিজানি। আমি তাসচক্ষেদেখেছি। আমারযামানারলোকদের মধ্যেআমি এ বিষয়েসবচেয়ে ভালজানি।[দেখুন:তাফসিরে ইবনেকাছির(১/৬৮৭-৬৮৯)]

আরওজানতে দেখুন12350নং ও 132236 নং প্রশ্নোত্তর।

আল্লাহইভাল জানেন।

المصدر

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android