ইহরামকারী পুরুষ বা নারীর জন্য এক ইহরামের কাপড় পরিবর্তন করে অন্য ইহরামের কাপড় পরা জায়েয আছে কি; চাই সেটা হজ্জের মধ্যে হোক কিংবা উমরার মধ্যে হোক?
0 / 0
3,17829/06/2022
ইহরামের কাপড় পরিবর্তন করা
প্রশ্ন: 26722
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
হজ্জ কিংবা উমরার ইহরামকারীর জন্য এক ইহরামের কাপড় খুলে অন্য ইহরামের কাপড় পরিধান করা জায়েয আছে। এতে করে হজ্জের কিংবা উমরার ইহরামের উপর কোন প্রভাব পড়বে না।
আল্লাহ্ই তাওফিকের মালিক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবারবর্গ ও সাহাবীগণের প্রতি আল্লাহ্র রহমত ও শান্তি বর্ষিত হোক।
সূত্র:
গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি (ফাতাওয়াল লাজনাদ দায়িমা (১১/১৮৫)