0 / 0
2,74717/জুমাদাল উলা/1446 , 19/নভেম্বর/2024

প্যান্টের সাথে সংযুক্ত মোজার উপর মাসেহ করার বিধান

প্রশ্ন: 309691

প্যান্টের সাথে সংযুক্ত মোজার উপর মাসেহ করার বিধান কি? (স্পষ্টীকরণ: যে ধরণের মোজা বেলি ড্যান্সা রেরা পরে থাকে)? এ ধরণের মোজা পরা কি ইসবাল (টাকনুর নীচে পোশাক পরিধান) হিসেবে গণ্য হবে?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

মোজার উপর মাসেহ করা জায়েয; যদি সে মোজাদ্বয় পায়ের টাকনুদ্বয়কে আচ্ছাদিত করে রাখে এবং মোজাদ্বয় পরিপূর্ণ পবিত্র অবস্থায় পরিধান করা হয়। অর্থাৎ যে পবিত্রতা অর্জনের সময় পা-দ্বয় ধৌত করা হয়েছে। এরপর চাইলে মোজাদ্বয়ের ওপর মাসেহ করতে পারবে। মোজার ওপর মাসেহ করার শর্তগুলো জানার জন্য দেখুন: 12796 নং ও 9640 নং প্রশ্নোত্তর।

মোজাদ্বয় যদি প্যান্টের সাথে লেগে থাকে তাতে কোন অসুবিধা নাই। এ ধরণের প্যান্ট পরা ইসবাল (টাকনুর নীচে পোশাক পরিধান) হিসেবে গণ্য হবে না।

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

answer

সংশ্লিষ্ট প্রশ্নোত্তরসমূহ

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android
প্যান্টের সাথে সংযুক্ত মোজার উপর মাসেহ করার বিধান - ইসলাম জিজ্ঞাসা ও জবাব