যে ব্যক্তির ফিতরা দেয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও ফিতরা আদায় করেনি তার হুকুম কী?
যে ব্যক্তি ফিতরা প্রদান করেনি তার উপর ওয়াজিব আল্লাহ্র কাছে তাওবা করা এবং ইস্তিগফার করা। কেননা সে ব্যক্তি ফিতরা আদায় না করে গুনাহ করেছে। তার উপর ওয়াজিব ফিতরা পাওয়ার হকদারদেরকে ফিতরা দিয়ে দেয়া। ঈদের নামাযের পরে দেয়ার কারণে এটি সাধারণ সদকা হিসেবে গণ্য হবে।
আল্লাহ্ই তাওফিকদাতা।