ডাউনলোড করুন
0 / 0

যিলহজ্জের ১১ তারিখের কিছু ভুলভ্রান্তি ও ‘অবিলম্বে মীনা ত্যাগ’

প্রশ্ন: 34761

প্রশ্ন: যে ব্যক্তি ১২ ই যিলহজ্জ এই ধারণা করে কংকর মারেনি যে, এটাই ‘অবিলম্বে মীনা ত্যাগ’ এবং বিদায়ী তাওয়াফ না করে মক্কা ছেড়ে এসেছে; তার হজ্জের হুকুম কী?

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

শাইখ
উছাইমীন (রহঃ)
বলেন:

তার হজ্জ
শুদ্ধ। কেননা
তিনি হজ্জের
কোন রুকন ছেড়ে
দেননি।
কিন্তু, তিনি
যদি ১২ তারিখে
মীনাতে রাত্রি
যাপন না করে
থাকেন তাহলে
তিনি সর্বমোট
তিনটি ওয়াজিব
ছেড়ে
দিয়েছেন।

প্রথম
ওয়াজিব: ১২
তারিখে
মীনাতে
রাত্রি যাপন করা।

দ্বিতীয়
ওয়াজিব: ১২
তারিখে কংকর
নিক্ষেপ করা।

তৃতীয়
ওয়াজিব:
বিদায়ী তাওয়া
করা।

তার উপরে
ওয়াজিব হচ্ছে-
প্রত্যেকটি
ওয়াজিব ছেড়ে
দেওয়ার কারণে
একটি করে দম
(পশু) জবাই করে
মক্কার
গরীবদের মাঝে
বণ্টন করে
দেওয়া।[ফাতাওয়া
আরকানুল
ইসলাম,
পৃষ্ঠা-৫৬৬]

কেননা যে
ব্যক্তি
হজ্জের কোন
ওয়াজিব বর্জন
করে তার উপরে
দম দেওয়া
ওয়াজিব হয়। সে
ব্যক্তি উক্ত
পশুটি জবাই
করে মক্কার
গরীবদের মাঝে
বণ্টন করে
দিবেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android