0 / 0

যিলহজ্জের ১১ তারিখের কিছু ভুলভ্রান্তি ও ‘অবিলম্বে মীনা ত্যাগ’

প্রশ্ন: 34761

প্রশ্ন: যে ব্যক্তি ১২ ই যিলহজ্জ এই ধারণা করে কংকর মারেনি যে, এটাই ‘অবিলম্বে মীনা ত্যাগ’ এবং বিদায়ী তাওয়াফ না করে মক্কা ছেড়ে এসেছে; তার হজ্জের হুকুম কী?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

শাইখউছাইমীন (রহঃ)বলেন:

তার হজ্জশুদ্ধ। কেননাতিনি হজ্জেরকোন রুকন ছেড়েদেননি।কিন্তু, তিনিযদি ১২ তারিখেমীনাতে রাত্রিযাপন না করেথাকেন তাহলেতিনি সর্বমোটতিনটি ওয়াজিবছেড়েদিয়েছেন।

প্রথমওয়াজিব: ১২তারিখেমীনাতেরাত্রি যাপন করা।

দ্বিতীয়ওয়াজিব: ১২তারিখে কংকরনিক্ষেপ করা।

তৃতীয়ওয়াজিব:বিদায়ী তাওয়াকরা।

তার উপরেওয়াজিব হচ্ছে-প্রত্যেকটিওয়াজিব ছেড়েদেওয়ার কারণেএকটি করে দম(পশু) জবাই করেমক্কারগরীবদের মাঝেবণ্টন করেদেওয়া।[ফাতাওয়াআরকানুলইসলাম,পৃষ্ঠা-৫৬৬]

কেননা যেব্যক্তিহজ্জের কোনওয়াজিব বর্জনকরে তার উপরেদম দেওয়াওয়াজিব হয়। সেব্যক্তি উক্তপশুটি জবাইকরে মক্কারগরীবদের মাঝেবণ্টন করেদিবেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android
যিলহজ্জের ১১ তারিখের কিছু ভুলভ্রান্তি ও ‘অবিলম্বে মীনা ত্যাগ’ - ইসলাম জিজ্ঞাসা ও জবাব