0 / 0
5,75213/জিলকদ/1437 , 16/আগস্ট/2016

যে ব্যক্তি ভুলবশতঃ কিংবা অজ্ঞতাবশতঃ কোন একটি নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছে

প্রশ্ন: 36522

প্রশ্ন: ইহরামকারী যদি ভুলবশতঃ কিংবা অজ্ঞতাবশতঃ কোন একটি নিষিদ্ধ কাজে লিপ্ত হয় যাতে লিপ্ত হওয়ার হারাম; তখন এর হুকুম কি?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

শাইখউছাইমীন বলেন:যদি ভুলবশতঃকিংবা অজ্ঞতাবশতঃকোন একটিনিষিদ্ধ কাজেলিপ্ত হয়তাহলে তার উপরকোন কিছুবর্তাবে না।কিন্তু, তারওজর দূর হওয়ারসাথে সাথে সেনিষিদ্ধ কাজথেকে বিরতহওয়া কর্তব্য।ওয়াজিব হচ্ছে-ভুলকারীকেমনে করিয়ে দেয়াও অজ্ঞ লোককেজ্ঞানদানকরা।

ঊদাহরণতঃ-কোনইহরামকারীযদি ভুলবশতঃজামা পরে ফেলেতাহলে তার উপরকোন কিছুবর্তাবে না। কিন্তু,স্মরণ হওয়ারসাথে সাথেজামাটি খুলেফেলতে হবে।অনুরূপভাবেকেউ যদি ভুলবশতঃপায়জামা পরেথাকে, নিয়তবাঁধা ও তালবিয়াপড়ার পরস্মরণে আসেতাহলে সাথেসাথে পায়জামাখুলে ফেলতেহবে এবং তারউপর কোন কিছুবর্তাবে না।অনুরূপ বিধানঅজ্ঞব্যক্তিরক্ষেত্রেওপ্রযোজ্য। অজ্ঞেরউপরেও কোনকিছু বর্তাবেনা। ঊদাহরণতঃগেঞ্জিতে সেলাইনা থাকায় কেউযদি এই মনেকরে গেঞ্জিপরে যে,নিষিদ্ধ হচ্ছে-সেলাইযুক্তপোশাক পরা;তাহলে তার উপরকোন কিছুবর্তাবে না।কিন্তু, যখনইসে জানতেপারবে যে,গেঞ্জিরমধ্যে সেলাইনা থাকলেওইহরামঅবস্থায়গেঞ্জি পরানিষিদ্ধ পোশাকেরঅন্তর্ভুক্ততাহলে সাথেসাথে গেঞ্জিখুলে ফেলাকর্তব্য।

এ ক্ষেত্রেসাধারণ নীতিহল: কোন মানুষযদি ভুলবশতঃকিংবাঅজ্ঞতাবশতঃকিংবাজবরদস্তিরশিকার হয়েইহরামঅবস্থায় কোন নিষিদ্ধকাজে লিপ্ত হয়তাহলে তার উপরকোন কিছুবর্তাবে না।দলিল হচ্ছেআল্লাহর বাণী:“হে আমাদেররব্ব! যদিআমরা বিস্মৃতহই অথবা ভুলকরি তবে আপনিআমাদেরকেপাকড়াও করবেননা।”[সূরা বাকারা,আয়াত: ২৮৬]আল্লাহ তাআলাবলেন: আমিসেটাই করব।আরও দলিলহচ্ছেআল্লাহর বাণী:“আর এব্যাপারেতোমরা কোনঅনিচ্ছাকৃতভুল করলেতোমাদের কোনঅপরাধ নেই;কিন্তু তোমাদেরঅন্তর যাস্বেচ্ছায়করেছে (তাঅপরাধ), আর আল্লাহ্‌ক্ষমাশীল, পরমদয়ালু।”[সূরাআহযাব, আয়াত: ৫] ‘শিকার-করা’প্রসঙ্গেআল্লাহ তাআলাবলেন; যাইহরাম অবস্থায়নিষিদ্ধ: “তোমাদেরমধ্যে কেউইচ্ছে করেসেটাকে হত্যাকরলে…।”[সূরামায়িদা, আয়াত:৯৫] এক্ষেত্রেইহরামের নিষিদ্ধবিষয় পোশাক,সুগন্ধি ও এজাতীয় অন্য কিছুহোক কিংবাশিকার করা,মাথার চুলমুণ্ডন করা ওএ জাতীয় অন্যকোন নিষিদ্ধবিষয় হোক— হুকুমেরমধ্যে কোনপার্থক্যনেই। যদিও কোনকোন আলেম এদুটোর মধ্যেপার্থক্যকরেছেন। তবে,বিশুদ্ধ মতহচ্ছে-পার্থক্যনেই। কারণ এটিএমন নিষিদ্ধকর্ম; অজ্ঞতা,ভুল ওজবরদস্তিরকারণে যেক্ষেত্রে মানুষেরওজরগ্রহণযোগ্য।

সূত্র

[ফাতাওয়া আরকানুল ইসলাম (পৃষ্ঠা ৫৩৬-৫৩৭)]

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android
যে ব্যক্তি ভুলবশতঃ কিংবা অজ্ঞতাবশতঃ কোন একটি নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছে - ইসলাম জিজ্ঞাসা ও জবাব