0 / 0

ইহরাম করার কিছু সময় পর শর্ত করা সঠিক নয়

প্রশ্ন: 37055

আমি ইহরাম করার সময়

إن حبسني حابس فمحلي حيث حبستني

(যদি কোন প্রতিবন্ধকতা আমাকে আটকায় তাহলে আমি সেখানেই হালাল হয়ে যাব) বলে শর্ত করতে ভুলে গেছি। মক্কায় প্রবেশ করার পর আমার মনে হয়েছে এবং আমি এটি বলেছি। এমতাবস্থায় আমার এই শর্তকরণটি সঠিক কিনা?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

এটি সঠিক নয়। কারণ শর্ত করতে হবে ইহরাম করার সময়; ইহরাম করার পরে নয়।

শাইখ বিন বায (রহঃ) কে ইহরামের কিছু সময় পরে শর্ত করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন: তিনি এভাবে করতে পারবেন না। শর্তটি বলতে হবে ইহরাম সংঘটনকালে। ইহরাম সংঘটন দ্বারা উদ্দেশ্য হচ্ছে: মনে মনে ইহরামে প্রবেশের নিয়ত করা।[সমাপ্ত][ফাতাওয়া বিন বায (১৭/৭৩)]

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android