0 / 0

যে ব্যক্তি হুশ হারিয়ে ফেলে তার রোযা পালন

প্রশ্ন: 37684

যে ব্যক্তি epilepsy রোগে (এমন রোগ যার কারণে রোগী মাঝেমধ্যে অল্প সময়ের জন্য হুশ হারিয়ে ফেলে) আক্রান্ত তার উপর কি রোযা রাখা আবশ্যক?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

হ্যাঁ। যে ব্যক্তি রমযান মাসে অজ্ঞান থাকে তার উপরও রোযা আবশ্যক। অজ্ঞান হওয়ার কারণে তার উপর থেকে রোযা মওকুফ হবে না।

শাইখ বিন বায (রহঃ) কে জিজ্ঞেস করা হয়েছিল:

জনৈক ব্যক্তির কয়েক ঘন্টার জন্য হুশ থাকে না; তার উপর কি রোযা রাখা আবশ্যক?

তিনি জবাব দেন: যদি কয়েক ঘন্টার জন্য তার হুশ না থাকে তাহলে তার উপর রোযা রাখা আবশ্যক। সেই ব্যক্তি যেন কিছু সময়ের জন্য ঘুমিয়ে থাকা ব্যক্তির মত। দিনের কিছু সময় কিংবা রাতের কিছু সময় তার হুশ না থাকা তার উপর রোযা আবশ্যক হওয়ার ক্ষেত্রে কোন প্রতিবন্ধক নয়।[ফাতাওয়াস শাইখ বিন বায (১৫/২১০)]

কিন্তু যদি গোটা দিন অজ্ঞান অবস্থায় কাটে (ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত); তাহলে তার রোযা সঠিক হবে না। এই দিনটির রোযা কাযা পালন করা তার উপর আবশ্যক হবে। আর যদি দিন থাকতে হুশ ফিরে পায় তাহলে তার রোযাটি সঠিক। দেখুন: 9245 নং ও 12425 নং প্রশ্নোত্তর।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

answer

সংশ্লিষ্ট প্রশ্নোত্তরসমূহ

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android