ডাউনলোড করুন
0 / 0
933611/11/2002

তারাবীর নামায শেষে সম্মিলিত মুনাজাত

প্রশ্ন: 37753

প্রশ্ন: তারাবীর নামায সংক্রান্ত সহিহ সুন্নাহ্‌, এ সংক্রান্ত নব-প্রচলিত বিদাত এবং তারাবীর নামায শেষে সম্মিলিত মুনাজাত সম্পর্কে আমি জানতে চাই।

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

প্রশ্নের
প্রথমাংশের
জবাব জানার
জন্য এ ওয়েব
সাইটের
‘রোযা
অধ্যায়’
এর অধীনে
‘তারাবী
নামায ও
লাইলাতুল
ক্বদর’
পরিচ্ছেদ পড়া
যেতে পারে।

আর তারাবী
নামাযের শেষে
সম্মিলিত
দোয়া: এটি একটি
বিদাত। নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম
বলেছেন,
“যে
ব্যক্তি এমন
কোন আমল করে
যা আমাদের
শরিয়তে নেই
সেটা
প্রত্যাখ্যাত।”[সহিহ মুসলিম
(৩২৪৩)]

তারাবী
নামাযের শেষে
পড়ার জন্য নবী
সাল্লাল্লাহু
আলাইহি্ ওয়া
সাল্লাম থেকে
যা বর্ণিত
হয়েছে তা
হচ্ছে
‘সুবহানাল
মালিকিল
কুদ্দুস’ তিনবার বলা।
তৃতীয়বারে
উচ্চস্বরে
বলা।উবাই বিন কাব
(রাঃ) থেকে
বর্ণিত তিনি
বলেন, নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম

سَبِّحِ
اسْمَ رَبِّكَ الْأَعْلَى

(সূরা
আ’লা),

قُلْ
يَا أَيُّهَا الْكَافِرُونَ

(সূরা কাফিরূন)

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
(সূরা
ইখলাস) দিয়ে বিতিরের
নামায আদায়
করতেন। যখন
সালাম
ফিরাতেন তখন
বলতেন,

سُبْحَانَ
الْمَلِكِ الْقُدُّوسِ ، سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ ، سُبْحَانَ الْمَلِكِ
الْقُدُّوسِ

(‘সুবহানাল
মালিকিল
কুদ্দুস’,
‘সুবহানাল
মালিকিল কুদ্দুস’,
‘সুবহানাল
মালিকিল
কুদ্দুস’) এবং তাঁর
স্বর উঁচু
করতেন।[মুসনাদে
আহমাদ (১৪৯২৯),
সুনানে আবু
দাউদ (১৪৩০),
সুনানে নাসাঈ
(১৬৯৯), আলবানী
‘সহিহুন
নাসাঈ’
গ্রন্থে
(১৬৫৩)
হাদিসটিকে
‘সহিহ’
আখ্যায়িত
করেছেন]

তাছাড়া
বিতিরের
নামাযে ইমাম
তো দোয়ায়ে
কুনুত পড়বেন
এবং ইমামের
পিছনে
মুসল্লিরা
‘আমীন’
বলবে; ঠিক
যেভাবে উমর
(রাঃ) এর
যামানায় উবাই
বিন কাব (রাঃ)
যখন লোকদের
নিয়ে তারাবী
নামায আদায়
করতেন তখন
করতেন।
সুতরাং
সম্মিলিত মুনাজাতের
বিদআতের
পরিবর্তে
এটাই তো
যথেষ্ট। জনৈক
কবি ঠিকই
বলেছেন:

সালাফদের
অনুসরণেই
প্রভুত
কল্যাণ, আর পরবর্তীদের
নতুনত্বেই যত
অকল্যাণ

আল্লাহ্‌ই
ভাল জানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android
at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android