ডাউনলোড করুন
0 / 0

যে ব্যক্তি পেট ব্যথ্যাতে ভুগছেন

প্রশ্ন: 37921

আমার পাকস্থলিতে একটি সমস্যা আছে; যার কারণে আমি রোযা রাখতে পারি না। আমি প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাবার প্রদান করেছি। আর কিছু কি করার আছে?

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

যদি এই রোগ যা আপনার রোযা রাখার পথে প্রতিবন্ধক হচ্ছে, এর থেকে আরোগ্য লাভের আশা থাকে; তাহলে আপনি যা করেছেন সেটা সঠিক। যেহেতু যে রোগীর রোগ এমন যে, নিরাময়ের আশা আছে এমন রোগীর উপর আবশ্যক হলো প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাদ্য খাওয়ানো। তার উপর অন্য কিছু বর্তাবে না।

আর যদি রোগটি থেকে নিরাময়ের আশা থাকে; তাহলে আপনার উপর আবশ্যক হলো যে দিনগুলোর রোযা ভেঙ্গেছেন সেগুলোর কাযা পালন করা। এমতাবস্থায় খাদ্য খাওয়ানো আপনার জন্য জায়েয হবে না; যেহেতু আপনি কাযা পালন করতে পারবেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android