0 / 0

অমুসলিম দেশে অভিবাসী মুসলমানদের একতাবদ্ধ থাকা

প্রশ্ন: 42771

প্রশ্ন: ধর্মনিরপেক্ষ দেশে ইসলামী দল তৈরী করা কি জায়েয? যাতে আইন অনুযায়ী দলটির সরকারী অনুমোদন থাকে। তবে দল প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে- আল্লাহর দিকে দাওয়াত দেয়া।

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

যে সকলমুসলমানঅমুসলিম দেশেঅবস্থান করারমুসিবতে আছেনতাদেরএকতাবদ্ধথাকা, একইবন্ধনে আবদ্ধথাকা, পারস্পরিকসহযোগিতা করাইসলামেঅনুমোদিত;সেটা কোনইসলামী দলেরনামে হোক কিংবাকোন ইসলামীসংস্থার নামেহোক। এতে করেনেকি ওতাকওয়ার কাজে পারস্পরিকসহযোগিতাকরার সুযোগথাকে।

আল্লাহই তাওফিকদাতা।

সূত্র

স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র (২৩/৪০৭)

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android
অমুসলিম দেশে অভিবাসী মুসলমানদের একতাবদ্ধ থাকা - ইসলাম জিজ্ঞাসা ও জবাব