প্রশ্ন: যদি তারাবীর সালাতে ইমাম দ্বিতীয় রাকাতের পর তাশাহহুদের জন্য বসতে ভুলে গিয়ে দাঁড়িয়ে যান এবং তখনো তিনি সুরা ফাতিহা পাঠ শুরু করেননি, কয়েক সেকেন্ডের মধ্যে তাশাহহুদ পাঠের জন্য দ্রুত বসে পড়েন। এমতাবস্থায় তাঁর করণীয় কী? এবং মুসল্লিদের করণীয় কী?
সমস্ত প্রশংসাআল্লাহর জন্য।
তাদেরসবাইকেএইঅতিরিক্ত কাজেরজন্য সহুসেজদা (ভুলের সেজদা)দিতেহবে। এঅতিরিক্তকাজটি হলতৃতীয় রাকাতেরজন্য উঠেদাঁড়ানো।