0 / 0

যে ব্যক্তি এমন কোন গুদামে চাকুরী করেন যেখানে কোন কোন সময় তাকে শূকরের গোশত ট্রাক বোঝাই করতে হয়

প্রশ্ন: 85191

প্রশ্ন: আমি একজন মুসলিম যুবক। পাশ্চাত্যের একটি দেশে মার্কেট ও দোকানে খাদ্য সরবরাহকারী কোম্পানির গুদামে চাকুরি করি। আমাদের কাজ হলো- খাদ্যদ্রব্য একত্রিত করে মার্কেটে নেয়ার জন্য ট্রাকে বোঝাই করা। আমরা যেসব খাদ্যদ্রব্য বোঝাই করি এর মধ্যে থাকে বিভিন্ন শাক-সবজি, ফলমূল, দুধ ও মাংস…। অনেক সময় এমন গ্রাহক আসে যে শূকর অথবা শূকরজাত কোনো দ্রব্য চেয়ে বসে। তখন আমরা এগুলো একত্রিত করতে ও ট্রাকে উঠাতে বাধ্য হই। আমার প্রশ্ন হল: শরিয়তের দৃষ্টিতে এ চাকুরী করার বিধান কি? উল্লেখ্য, আর যে চাকুরীগুলোর সুযোগ পাওয়া যায় সেগুলো রেস্টুরেন্ট ও ক্যাফেতে। সেখানেও শূকরের গোশত পরিবেশন করতে হয়।

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।
শূকরের গোশতবিক্রি করা,অর্থেরবিনিময়ে বহনকরা অথবা এক্ষেত্রে কোনপ্রকার সহযোগিতাকরা হারাম। দলিল হচ্ছে-রাসূলুল্লাহসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামবলেছেন, “আল্লাহ ওতাঁর রাসূল মদ,মৃতজন্তু, শূকরও মূর্তিবিক্রি করাহারাম করেছেন।”[সহিহ বুখারী(২০৮২) ও সহিহ মুসলিম(২৯৬০)] আল্লাহরবাণী: “তোমরাসৎকর্মও তাকওয়ারক্ষেত্রেএকেঅপরকে সহযোগিতাকর। পাপাচার ওসীমালংঘনেপরস্পরকেসহযোগিতা করোনা।”[সূরা আল-মায়েদা,আয়াত: ২]

অনুরূপভাবে যে কোন বিষয়ের‘হারামহওয়া’সাব্যস্ত হলেসে বিষয়েসহযোগিতাকরাও হারাম।যেমন- কোনরেস্টুরেন্টেমদ, মৃতজন্তু,বন্য গাধার গোশতইত্যাদিপরিবেশন করারকাজ করা। আল্লাহতাআলা বলেন: “তোমাদেরজন্য হারামকরা হয়েছে মৃতপ্রাণী, রক্তও শূকরের গোশতএবং যা আল্লাহছাড়া অন্যকারো নামেযবেহ করাহয়েছে;শ্বাসরোধ হয়েমরা জন্তু, প্রহারেমরা জন্তু, উঁচুথেকে পড়ে মরাজন্তু, অন্যপ্রাণীরশিঙের আঘাতেমরা জন্তু এবংযে জন্তুকে হিংস্রপ্রাণীখেয়েছে; তবেখেলেও যে প্রাণীকেযবেহ করা গেছেসেটা ছাড়া।” [সূরা আল-মায়েদা,আয়াত: ৩]

প্রতিটিমুসলমানেরকর্তব্য হলসর্বদা আল্লাহকেভয় করা। হালালউপার্জনেরমাধ্যমঅন্বেষণ করা,হারাম মাধ্যমবর্জন করা।কারণ হারামউপার্জন দিয়েপরিপুষ্ট দেহজাহান্নামেরআগুনে দগ্ধহবে।রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামবলেছেন: “যে শরীর হারামউপার্জনেগঠিত সে শরীরজাহান্নামেরআগুনে দগ্ধহওয়া যুক্তিযুক্ত।”[ তাবারানী ওআবু নুআইমহাদীসটিবর্ণনাকরেছেন এবংআলবানী সহিহআল-জামে (৪৫১৯)গ্রন্থে হাদিসটিকেসহিহ বলেছেন]

সৌদি আরবেরফতোয়া বিষয়কস্থায়ীকমিটিকেপ্রশ্ন করাহয়েছিল, যেসকল হোটেলে শূকরেরগোশত, মদপরিবেশন করাহয় সে হোটেলেচাকুরি করাজায়েয কি না? তারাউত্তরেবলেছেন, এ সকলহোটেলে কাজকরা হারাম। সেখানেকাজ করে যাউপার্জন করা সেটাওহারাম। কেননাএটা অবৈধ বাহারাম কাজেসহযোগিতা। হারামকাজেসহযোগিতা করা আল্লাহনিষেধকরেছেন। তিনিবলেছেন, “মন্দকর্মও সীমালঙ্ঘনেপরস্পরেরসহযোগিতা করোনা।”[সূরা আল-মায়েদা,আয়াত: ২]

তাই আমরাআপনাকে উপদেশদিচ্ছি- আপনিএ জাতীয়হোটেলে চাকুরিকরা পরিহারকরুন। আল্লাহরাব্বুলআলামীন যা হারামও অবৈধ বলেঘোষণা করেছেনতা করতে কাউকেসাহায্যসহযোগিতাকরবেন না।[ফতোয়া বিষয়কস্থায়ীকমিটির ফতোয়াসমগ্র(১৩/৪৯)]

মোটকথা হল, আমিএই গুদামে কাজকরতে পারেনতবে সেখানেহারামবস্তুসামগ্রীবহন, সংরক্ষণ, পরিবেশনেরকাজ করা জায়েযহবে না।

আল্লাহই ভালজানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android
যে ব্যক্তি এমন কোন গুদামে চাকুরী করেন যেখানে কোন কোন সময় তাকে শূকরের গোশত ট্রাক বোঝাই করতে হয় - ইসলাম জিজ্ঞাসা ও জবাব