0 / 0

যে সব সাধারণ স্থানগুলোতে পাপকাজ সংঘটিত হয় সেখানে যাওয়ার বিধান কী?

السؤال: 8901

আমার জন্যে কি নামায নষ্ট না করে ও নারী-পুরুষের অবাধ মিশ্রণ পরিহার করে স্বামী ও বাচ্চাদের সাথে পার্ক, জাদুঘর ও মেলা ইত্যাদি সাধারণ বিনোদনের স্থানগুলোতে বেড়াতে যাওয়া জায়েয হবে? উল্লেখ্য, এ স্থানগুলোতে মুখ খোলা রাখতেই হয়। আমাদের শিশুদেরকে সাতার কাটার জন্য সী-বীচে নিয়ে যাওয়া কি জায়েয হবে— এ স্থানগুলোতে নগ্নতা ও বেহায়াপনা সত্ত্বেও। যারা বলেন: ‘আল্লাহ তার বান্দাদের জন্য যা উপভোগ করা হালাল করেছেন আমরা তা হারাম করছি’ তাদের এ বক্তব্যের কি প্রত্যুত্তর দিতে পারি? এ স্থানগুলোতে ব্যাপক বেহায়াপনার কারণে সেখানে গেলে চক্ষু অবনত রাখা কারো পক্ষে সম্ভবপর হয় না।

الجواب

الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وبعد.

যেসব স্থানে এ ধরণের পাপকাজ সংঘটিত হয় সে সব স্থানে যাওয়া নাজায়েয। আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু ভোগ করা হালাল করেছেন সে সবই আমাদের জন্য যথেষ্ট।

المصدر

স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র থেকে সংকলিত (১২/৩৬১)

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android