0 / 0
5,21103/রবিউস সানি/1435 , 03/ফেব্রুয়ারী/2014

যিনি ইতিকাফ করতে চান, কিন্তু ডাক্তারের সাথে তার এপয়েন্টমেন্ট আছে

প্রশ্ন: 93546

প্রশ্ন:
আমি ইতিকাফে বসতে চাই। কিন্তু ডাক্তারের সাথে আমার গুরুত্বপূর্ণ এপয়েন্টমেন্ট আছে। আমি কি ইতিকাফ অবস্থায় ডাক্তারের কাছে যেতে পারব? নাকি আমার জন্য ইতিকাফ করা ওয়াজিব নয় ?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

ইতিকাফমানে হচ্ছে-অনবরত মসজিদে অবস্থান করা, মসজিদ ছেড়ে না যাওয়া।ইতিকাফএকটি মুস্তাহাব্ব সুন্নত; বিশেষতরমজানের শেষ ১০ দিনের ইতিকাফ।এটি ওয়াজিব নয়; যদি না কোন মুসলিম মান্নতের মাধ্যমে ইতিকাফকে নিজের উপর ওয়াজিব করে নেয়। মান্নত ছাড়া ইতিকাফ ওয়াজিব হয় না। দেখুন (48999) নং প্রশ্নের উত্তর। এ ক্ষেত্রে মূলনীতি হচ্ছে-মসজিদে বাস্তবায়ন করা সম্ভব নয়এমন কোনো প্রয়োজন ছাড়া ইতিকাফকারীমসজিদ থেকে বের হতে পারবে না।যেমন অজু, গোসল, প্রাকৃতিক প্রয়োজনপূরণ ইত্যাদি। এর দলীল হচ্ছে-আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হাদিস:নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইতিকাফ করতেন তখন মানবীয়প্রাকৃতিক প্রয়োজন ছাড়া নিজ গৃহেফিরতেন না।[সহীহ মুসলিম (২৯৭)] আপনারযদিডাক্তারেরকাছেযাওয়াএকান্তপ্রয়োজনহয় এবং সে এপয়েন্টমেন্টরমজানেরপরেনেয়ারকোন সুযোগ না থাকেতবেআমার নিকট যা অগ্রগণ্য হিসেবে প্রতীয়মান হচ্ছে সেটা হলো-মসজিদথেকেবেরহয়েডাক্তারেরসাথে দেখা করেপুনরায় মসজিদেফিরেআসলে ইতিকাফের কোন ক্ষতি হবে না। ইমাম নববীরাহিমাহুল্লাহ তাঁর লিখিত ‘আলমাজমূ’ (৬/৫৪৫) গ্রন্থে উল্লেখকরেছেনযেইতিকাফকারীঅসুস্থ এবং অসুস্থতারকারণেমসজিদেঅবস্থান করা তার জন্যকষ্টকরহয়েপড়ে; যেহেতুতারআলাদাবিছানা, খাদেম ও বারবারডাক্তারেরকাছেযাওয়ালাগে ইত্যাদি;তারজন্যমসজিদথেকেবেরহওয়াবৈধ।”সমাপ্ত শাইখইবনেউছাইমীনরাহিমাহুল্লাহ‘জালাসাতরামাদ্বানিয়াহ’(রমজানের আসর) (১৪১১হিজরিরসপ্তমআসর,পৃষ্ঠা-১৪৪) তে বলেছেন:“আর যার (ইতিকাফকারীর) ডাক্তারেরকাছেযাওয়ারপ্রয়োজনপড়েসেমসজিদথেকেবেরহতেপারবে।এছাড়াসেমসজিদেঅবস্থানকরবে।”সমাপ্ত আল্লাহইসবচেয়ে ভালো জানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

answer

সংশ্লিষ্ট প্রশ্নোত্তরসমূহ

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android
যিনি ইতিকাফ করতে চান, কিন্তু ডাক্তারের সাথে তার এপয়েন্টমেন্ট আছে - ইসলাম জিজ্ঞাসা ও জবাব