ডাউনলোড করুন
0 / 0

রোগজনিত কারণে সিয়ামের কাফফারা আদায়ে ধারাবাহিকতা ভঙ্গ হলে ক্ষতি নেই

প্রশ্ন: 130880

প্রশ্ন : আমি রমজানে দিনের বেলায় সহবাসে লিপ্ত হওয়ায় কাফফারার রোযা আদায় শুরু করেছিলাম। রোযা পালনের ৫৭তম দিন সম্পন্ন করার পর অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি যে আমি আর রোযা পালন করতে পারছিলাম না। তাই পরপর দুইদিন রোযা না রেখে পরের দিন থেকে রোযা পালন শুরু করি এবং ৬০ দিন পূরণ করি। এতে কি আমার কাফফারা আদায় হয়ে যাবে?

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

সমস্ত প্রশংসাআল্লাহ
তাআলারজন্য।

আপনি যা
করেছেন তা ঠিকই করেছেন;আল্‌হামদুলিল্লাহ। রোগজনিত
কারণে কাফ্‌ফারার
ধারাবাহিকতা
ভঙ্গ হলে
ক্ষতি নেই।
কারণ রোগ হলোশরিয়ত অনুমোদিত ওজর।
তাই রোগের কারণে
ধারাবাহিকতা
ভঙ্গ হওয়াতে কোন সমস্যা
নেই। আপনি যখন
এরপর আরও তিন
দিন রোযা পালন
করে কাফফারার রোযা
পূর্ণ
করলেন অতএব
আপনার রোযা পালন শুদ্ধ
হয়েছে এবং
আপনার
কাফফারাও
আদায় হয়েছে।ওয়ালহামদুলিল্লাহ।”সমাপ্ত।

সূত্র

মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায রাহিমাহুল্লাহ  [ফাতাওয়া নূর ‘আলা আদ-দারব (৩/১২৩১)]

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android