0 / 0

বিশেষ বিশেষ সময়ে যে সূরাগুলো পড়া মুস্তাহাব

প্রশ্ন: 135745

প্রশ্ন: কুরআনে এমন কিছু সূরা আছে কী যেগুলো নির্দিষ্ট দিন বা বিশেষ বিশেষ সময়ে পড়া যেতে পারে, যেমন- সূরাতুল কাহাফ। এ বিষয়ে নিশ্চিত করবেন আশা করছি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল।

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বিশেষ বিশেষ দিনে বিশেষ কোন সূরা পড়ার ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু জুমার দিন ও রাতে সূরা কাহাফ পড়ার বিষয়ে বর্ণিত হাদিস ছাড়া এ বিষয়ক আর কোন হাদিস সহিহ নয়। ইতিপূর্বে 10700 নং প্রশ্নোত্তরে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে সকাল-সন্ধ্যার দোয়ার মধ্যে কোন কোন সূরা পড়ার বিষয়টি একাধিক সূরার ক্ষেত্রে বর্ণিত হয়েছে। যেমন সূরা মুলক প্রতি রাতে পড়া। ঘুমের পূর্বে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা বনি ইসরাইল ও সূরা যুমার পড়ার কথা বর্ণিত হয়েছে। নিম্নবর্ণিত প্রশ্নোত্তরে এ বিষয়ে সহিহ দলিলগুলো তুলে ধরা হয়েছে: 26240, 72591, 6092

আল্লাহই ভাল জানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android