0 / 0
2,76102/রমজান/1440 , 07/মে/2019

ডায়াবেটিকস রোগীদের ইনসুলিন ইনজেকশন গ্রহণ করা রোযা-ভঙ্গকারী নয়

প্রশ্ন: 37892

আমার ভাই ডায়াবেটিকস রোগে আক্রান্ত। তাকে দৈনন্দিন ইনসুলিন ইনজেকশন নেওয়া লাগে। এ ইনজেকশন কি রোযা ভঙ্গ করবে? মূলতঃ তার উপরে কি রোযা ফরয?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

চিকিৎসার জন্য দিনের বেলায় উল্লেখিত ইনজেকশন গ্রহণ করতে কোন আপত্তি নেই; আপনাকে রোযা কাযা করতে হবে না। আর যদি আপনার কোন কষ্ট হওয়া ছাড়া রাতের বেলায় ইনজেকশনটি গ্রহণ করা যায় তাহলে সেটাই উত্তম।

[আল-লাজনাদ দায়িমা লিল বুহুছিল ইলমিয়্যা ওয়াল ইফতা (১০/২৫২)]

'ডায়াবেটিক্‌স রোগীর রোযা রাখার বিধান' সংক্রান্ত আপনার দ্বিতীয় প্রশ্নটি সম্পর্কে জানতে 1319 নং প্রশ্নোত্তরটি দেখুন: 

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

answer

সংশ্লিষ্ট প্রশ্নোত্তরসমূহ

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android
ডায়াবেটিকস রোগীদের ইনসুলিন ইনজেকশন গ্রহণ করা রোযা-ভঙ্গকারী নয় - ইসলাম জিজ্ঞাসা ও জবাব