0 / 0

হল্যাণ্ডের অধিবাসীরা কাদের সাথে রোজা রাখবে

প্রশ্ন: 50522

প্রশ্ন: আমি হল্যাণ্ডে থাকি। এখানে লোকেরা প্রথম রমজানের দিন মতভেদে জড়িয়ে পড়ে। কেউ কেউ মিশরের সাথে রোজা রাখে। আবার কেউ কেউ সৌদি আরবের ঘোষণার জন্য অপেক্ষায় থাকে। এ ক্ষেত্রে কোন অবস্থানটি সঠিক?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

নতুনচাঁদ দেখারমাধ্যমে আইনতনতুন মাস শুরুহওয়াসাব্যস্ত হয়।যেহেতু নবীসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামবলেছেন: “তোমরাচাঁদ দেখেরোজা রাখ এবংচাঁদ দেখেরোজা ভাঙ্গ।”[সহিহবুখারি (১৯০৯)ও সহিহ মুসলিম(১০৮১)]জোর্তিবিদদেরহিসাবের ভিত্তিতেমাসের শুরুসাব্যস্ত করা যাবে না। এব্যাপারে কোনসন্দেহ নেইযে, চন্দ্রেরউদয়স্থল একদেশ থেকে আরেকদেশে ভিন্নভিন্ন। বিশেষতঃহল্যাণ্ডেরমত এমনদূরবর্তীদেশেরক্ষেত্রে তোঅবশ্যই।চন্দ্রেরউদয়স্থল যে,ভিন্ন ভিন্ন এব্যাপারে কারো কোনদ্বিমত নেই।কিন্তু মতভেদহচ্ছে- এক দেশথেকে আরেকদেশে মাসসাব্যস্তকরারক্ষেত্রে এ উদয়স্থলেরভিন্নতার কোনপ্রভাব আছেকিনা, সেটানিয়ে আলেমদেরমতভেদ রয়েছে। দুই:

অমুসলিমদেশেবসবাসকারীমুসলমানদেরযদি কোন শরিয়াকমিটি অথবাবোর্ড থাকেতাহলে তারা সেকমিটিরসিদ্ধান্তেরঅপেক্ষা করবেএবং চন্দ্রমাসের শুরু ওসমাপ্তিসাব্যস্তকরারক্ষেত্রে উক্তকমিটির চাঁদ-দেখার উপরনির্ভর করবে।ফতোয়া বিষয়ক স্থায়ীকমিটিরআলেমগণ ফতোয়াদিয়েছেন যে, এধরনের ফতোয়াবোর্ডসংশ্লিষ্টদেশেরমুসলমানদেরজন্য ইসলামিসরকারেরভূমিকা পালনকরবে এবংচন্দ্রমাসেরশুরু ও শেষনির্ধারণেরক্ষেত্রে এবোর্ডেরঅনুসরণ করাতাদের জন্যঅবধারিত হবে।এ বিষয়ের আরোবিস্তারিতবিবরণ (1248) নংপ্রশ্নেরউত্তরেউল্লেখ করাহয়েছে।

আর যদি সেদেশেরমুসলমানদের এরকম কোন শরিয়াবোর্ড না থাকেতাহলে তারা অন্যকোন মুসলিমদেশের অনুসরণকরে রোজারাখবেন এবংরোজাভাঙ্গবেন। যেদেশের উপর তারাআস্থা রাখতেপারেন, যে দেশেচাঁদ দেখারউপর নির্ভরকরা হয়;জোর্তিবদ্যারউপর নির্ভরে নয়।স্পেনেরঅধিবাসীদেরমধ্যে যারাসৌদি আরবের সাথে রোজারাখে ও রোজাভাঙ্গে তাদেরসম্পর্কে শাইখবিন বায (রহঃ)কে জিজ্ঞেসকরা হলে তিনিবলেন:

আপনারাউল্লেখকরেছেন যে,স্পেনে বসবাসকরেন বিধায়আমাদের সাথেরোজা রাখেন ওআমাদের সাথে রোজাভাঙ্গেন এতেকোন অসুবিধানেই। যেহেতুনবীসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামবলেছেন: “তোমরাচাঁদ দেখেরোজা রাখ এবংচাঁদ দেখেরোজা ভাঙ্গ।আর যদি আকাশমেঘে ঢাকাথাকে তবেমাসের দিনসংখ্যা ত্রিশপূর্ণ কর।” এহাদিসটিরবিধান সমস্তউম্মতের জন্যসাধারণ। আরহারামাইনেরদেশকে অনুসরণ করা অপেক্ষাকৃতশ্রেয়।যেহেতু তারাইসলামি শরিয়তঅনুযায়ীশাসনকার্যপরিচালনারচেষ্টা করেযাচ্ছে।আল্লাহ তাআলাএই দেশকে আরোবেশি তাওফিকদান করুন।যেহেতুআপনারা এমনএকটি দেশে বসবাসকরছেন যে দেশেইসলাম অনুযায়ীশাসনকার্যপরিচালনা করাহয় নাএবং সে দেশেরঅধিবাসীরাইসলামেরপ্রতি ভ্রুক্ষেপকরে না।[বিনবাযের ফতোয়াসংকলন, ১৫/১০৫]

আরো বেশিজানতে পড়ুন (1226) নং (12660) নং ও (1602)নংপ্রশ্নোত্তর।আল্লাহইভাল জানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android