0 / 0

বে-নামাযীর তওবা

প্রশ্ন: 610

প্রশ্ন: আমি আমার জিন্দেগির একটা দীর্ঘসময় নামায আদায় করিনি। আমি আল্লাহ্‌র কাছে তওবা করে গত দুই বছর ধরে নিয়মিত নামায আদায় করছি। জীবনের যে দীর্ঘসময় নামায আদায় করিনি সেটার কী হুকুম হবে?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

আপনিআপনার উপরআল্লাহ্‌রনেয়ামতের কথাস্মরণ করুনযে, আপনিবে-নামাযীছিলেন; কিন্তুআল্লাহ্‌আপনাকেইসলামের দিকেফিরিয়েএনেছেন।সুতরাংওয়াক্তমতনিয়মিতনামাযগুলোআদায় করুন। বেশিবেশি নফলনামায আদায়করুন; যাতেকরে এ নফল নামাযগুলোআপনার ছুটেযাওয়া ফরযনামাযের প্রতিকারহতে পারে।যেমনটি এসেছেহুরাইছ বিন ক্বাবিসা(রাঃ) কর্তৃকবর্ণিতহাদিসে তিনিবলেন, আমিমদিনায় আসারপর দোয়াকরলাম: হেআল্লাহ্‌,আমার জন্যএকজন সৎ সঙ্গিপাওয়া সহজ করেদিন। এরপর আমিআবু হুরায়রা(রাঃ) এরমজলিসে বসেবললাম, আমিআল্লাহ্‌রকাছে দোয়াকরেছি,আল্লাহ্‌ যেনআমাকে একজন সৎসঙ্গি দানকরেন। আপনিআমাকে এমনএকটি বাণীশুনান যে বাণীটিআপনি রাসূলসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম থেকেশুনেছেন; আশাকরি সে বাণীরমাধ্যমে আল্লাহ্‌আমাকে উপকৃতকরবেন। তখনতিনি বললেন,আমি রাসূলুল্লাহ্‌সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামকেবলতে শুনেছিতিনি বলেন:কিয়ামতের দিনবান্দার কাছথেকেসর্বপ্রথম যেআমলের হিসাবনেয়া হবে সেটাহচ্ছে- নামায।যদি নামায ঠিকথাকে তাহলে সেউত্তীর্ণ ওসফলকাম হবে।আর যদি নামাযঠিক না থাকেতাহলে সেব্যর্থ ও বিফলহবে। যদি তারফরয নামাযেকিছু ঘাটতিথাকে তখন রব্ববলবেন: দেখ;আমার বান্দারকোন নফল আমলআছে কি? থাকলেসেটা দিয়েফরযের ঘাটতিপূরণ করা হবে।এভাবে তারবাকীআমলগুলোরওহিসাব নেয়াহবে।”[সুনানেতিরমিযি (৪১৩),সহিহুল জামে(২০২০)]

সুনানেআবু দাউদগ্রন্থেহাদিসটি আনাসবিন হাকীমআল-যাব্বিথেকে বর্ণিতহয়েছে যে,তিনি মদিনায়আসার পর আবুহুরায়রা (রাঃ)এর সাথে সাক্ষাতহল। তিনি আমারবংশ-পরিচয়জিজ্ঞেস করলেন।আমি আমারবংশ-পরিচয় উল্লেখকরলাম। এরপরতিনি বললেন:ওহে যুবক, আমিকি তোমাকে একটিহাদিস বর্ণনাকরব না? আমিবললাম:অবশ্যই; আল্লাহ্‌আপনার প্রতিরহম করুন।(বর্ণনাকারীইউনুছ বলেন:আমার ধারণাহচ্ছে- তিনিকথাটি নবী সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামথেকেই বর্ণনাকরেছেন।) তিনিবলেন:কিয়ামতের দিনমানুষের কাছথেকেসর্বপ্রথম যেআমলের হিসাবনেয়া হবে সেটাহচ্ছে- নামায।তিনি বলেন,আমাদের রব্বফেরেশতাদেরকেবলবেন -অথচতিনি সম্যকঅবগত-: তোমরাআমার বান্দারনামায দেখ;আমার বান্দা কিনামাযপরিপূর্ণভাবেআদায় করেছে;নাকি নামাযেঘাটতি আছে?যদি নামাযপরিপূর্ণ পাওয়াযায় তাহলেনামাযপরিপূর্ণহিসেবে লেখা হবে।আর যদি নামাযেঘাটতি পাওয়াযায় তখন রব্ব বলবেন:দেখ, আমারবান্দার নফলনামায আছেকিনা? যদি নফলনামায থাকেতখন বলবেন:নফল দিয়ে আমারবান্দারফরযের ঘাটতিপূরণ কর।এভাবে অন্যআমলগুলোর হিসাবনেয়া হবে।”[সহিহুলজামে (২৫৭১)]

বে-নামাযিরতওবারব্যাপারে আরওবিস্তারিত জানতে91411 নংপ্রশ্নোত্তরটিদেখুন।

সূত্র

শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android