0 / 0
1,082১৫/শা‘বান/১৪৪৪ , 7/মার্চ/2023

যে ছাত্ররা অন্য এক শহরে অবস্থিত ইউনিভার্সিটিতে যায় তারা কি নামায কসর করবে?

Question: 84028

আমরা ইউনিভার্সিটির ছাত্র। কিন্তু যে শহরে ইউনিভার্সিটি আমরা সে শহরের বাসিন্দা নই (অন্য শহরের)। এমতাবস্থায় মুসাফিরের মত আমরা কি নামায কসর করতে পারব? আমরা প্রতি এক সপ্তাহে বা দুই সপ্তাহে আমাদের শহরে যাই।

Answer

Praise be to Allah, and peace and blessings be upon the Messenger of Allah and his family.

এক:

যখন আপনারা আপনাদের শহরে থাকবেন কিংবা ইউনিভার্সিটি থেকে আপনাদের শহরে ফেরত যাবেন; তখন আপনারা পূর্ণ সংখ্যক নামায আদায় করবেন। কেননা সেটাই আপনাদের প্রকৃত বাসস্থান।

দুই:

যদি আপনাদের শহর ও যে শহরে ইউনিভার্সটি রয়েছে সে শহরের মাঝে কসর করার দূরত্ব হয়; কসর করার দূরত্ব হলো: প্রায় ৮০ কিঃমিঃ; তাহলে সফরকালীন সময়ে আপনারা নামায কসর করবেন।

তিন:

যে শহরে ইউনিভার্সিটিটি রয়েছে আপনারা যখন সেখানে পৌঁছবেন এবং চারদিনের বেশি সময় সেখানে থাকার নিয়ত করবেন; সেক্ষেত্রে আপনারা ঐ শহরে প্রবেশের মূহূর্ত থেকে নামাযগুলো পূর্ণ সংখ্যায় আদায় করবেন।

আর যদি চারদিন বা এর চেয়ে কম সময় থাকার নিয়ত করেন কিংবা দ্বিধাদ্বন্দ্বে থাকেন সেক্ষেত্রে আপনারা মুসাফিরের হুকুমের অধিভুক্ত হবেন। তথা চার রাকাত বিশিষ্ট নামায  (যোহর, আসর ও এশা) কসর করে দুই রাকাত পড়বেন। তবে যদি আপনারা কোন মুকীম ব্যক্তির পেছনে নামায পড়েন তাহলে আপনারা মুকীম এর সাথে পূর্ণ সংখ্যক নামায পড়বেন। আপনাদের উপর মসজিদে গিয়ে জামাতে উপস্থিত হওয়া অনিবার্য।

আরও জানতে দেখুন: 38079 নং প্রশ্নোত্তর।

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

Source

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android